এশিয়া কাপে চাপে ভারতীয় শিবির, হাঁটুর চোটে ছিটকে গেলেন জাদেজা, দলে এলেন অক্ষর প্যাটেল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরোতে না পেরোতেই বড় ধাক্কা খেলো ভারতীয় দল। হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শেষ কয়েক মাস দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আইপিএলে ভালো না খেলতে পারলেও তার পর থেকে দেশের জার্সি গায়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন তিনি। তার না থাকাটা এশিয়া কাপের জন্য তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও ভারতের চিন্তা বাড়াচ্ছে।

এর আগেও আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন জাদেজা। ৩৩ বছর বয়সী অলরাউন্ডার এই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারেননি। সেবার অবশ্য হা‌ঁটুতে নয় বরং বুকের পাঁজরে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। ভারতীয় অলরাউন্ডারের আচমকা চোট পাওয়ার খবরে চিন্তিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

চলতি এশিয়া কাপে এখনো বল হাতে তেমন কিছু করে উঠতে পারেননি জাদেজা। এখন অবধি পাকিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে দুটো ম্যাচ মিলিয়ে শোভার হাত ঘুরিয়ে তিনি একটি উইকেট পেয়েছেন। কিন্তু তাই বলে ম্যাচে তার কোনো অবদান থাকছে না এমনটা বলা যায় না। পাকিস্তানের বিরুদ্ধে ২৯ বলে ৩৫ রানের একটি খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। হংকং এর বিরুদ্ধে ব্যাটিং করার সুযোগ পাননি কিন্তু একটি দুর্ধর্ষ ত্রয়ে রানআউট নিশ্চিত করেছিলেন এক হংকং ওপেনারের।

জাদেজা চোট পেয়ে ছিটকে যাওয়ার কারণে দলে ডেকে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। শ্রেয়াস আইয়ারের পাশাপাশি অক্ষর প্যাটেলের ছিলেন তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটের লিস্টে। খুব তাড়াতাড়ি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁ-হাতি স্পিনার অলরাউন্ডার।

ভারতীয় দল এশিয়া কাপে আবার মাঠে নামবে আসন্ন ৪ তারিখ। সেই ম্যাচে অবশ্য অক্ষর প্যাটেল খেলবেন কিনা নাকি রবি অশ্বিনকে দল একটি সুযোগ দিয়ে দেখা হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আপাতত আজকের পাকিস্তান বনাম হংকং ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে ভারত।এই ম্যাচে যারা জয় পাবে তারা আগামী ৪ঠা সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হিসেবে উঠে আসবে পরের রাউন্ডে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর