ফের কড়া পদক্ষেপ! এবার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?

বাংলা হান্ট ডেস্ক: ফের কড়া অ্যাকশন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India)। সম্প্রতি RBI-এর তরফে ৪ টি কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপের খবর সামনে এসেছিল। তবে, সেই রেশ কাটতে না কাটতেই ফের বড় পদক্ষেপ গ্রহণ করল RBI। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, RBI কেরালার (Kerala) তিরুবনন্তপুরমের অনন্তশয়নম কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (Ananthasayanam Co-operative Bank) লাইসেন্স বাতিল করেছে।

শুধু তাই নয়, সঠিকভানে নিয়ম না মেনে চলার জন্য ফের ৪ টি ব্যাঙ্কের জন্য মোটা জরিমানাও করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্যাঙ্কিং পরিষেবাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে বিভিন্ন নিয়ম জারি করা হয়েছে RBI-এর তরফে। এমতাবস্থায়, ব্যাঙ্কগুলি সেইসব নিয়ম সঠিকভাবে মেনে চলছে কি না সেই দিকে কড়া নজর রাখে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেখানেই কোনো খামতি দেখলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে RBI।

RBI cancelled the license of this bank

ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের নোটিশ জারি: জানা গিয়েছে যে, অনন্তশয়নম কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১৯৮৭ সালের ১৯ ডিসেম্বরে লাইসেন্স দেওয়া হয়েছিল। যেটি RBI এখন বাতিল করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর ৫৬ ধারা এবং ৩৬ A (2) ধারায় এই পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি, ওই ব্যাঙ্কটিকে ইতিমধ্যেই ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম বন্ধের নোটিশও দেওয়া হয়েছে। তবে, ব্যাঙ্কটি এখনও একটি নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে পারে।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য ১০০ টাকার কম দামে দুর্দান্ত প্ল্যান সামনে আনল Jio-Airtel-Vi, রইল তালিকা

এই ব্যাঙ্কগুলির ওপর জরিমানা আরোপ করা হয়েছে: এছাড়াও সম্প্রতি নিয়ম না মানার জন্য একাধিক ব্যাঙ্কের ওপর জরিমানাও আরোপ করেছে RBI। মহারাষ্ট্রের কোলহাপুরের শ্রী বর্ণ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। ঋণ এবং অ্যাডভান্স সংক্রান্ত নিয়ম না মানার জন্য উত্তরপ্রদেশের লখনউর এইচসিবিএল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ চা খেতে যেতেই ভ্যান থেকে পগারপার ৩ বন্দি! ভাইরাল ভিডিও দেখলে হয়ে যাবেন অবাক

এছাড়াও, মহারাষ্ট্রের মুম্বাইয়ের দ্য স্টেট ট্রান্সপোর্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ২ লক্ষ টাকা এবং জম্মুর দ্য সিটিজেন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৬ লক্ষ টাকারা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য যে, RBI দ্বারা আরোপ করা এই জরিমানা ব্যাঙ্ক এবং গ্রাহকদের মধ্যে লেনদেনের ওপর কোন প্রভাব ফেলবে না বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর