নোট থেকে সরানো হবে মহাত্মা গান্ধীর ছবি? এ নিয়ে এবার মুখ খুললো RBI

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি গোটা দেশজুড়ে জল্পনা উঠতে শুরু করে যে, কারেন্সি নোট (Indian Rupee) থেকে মহাত্মা গান্ধীর ছবি উঠে যেতে চলেছে এবং সেখানে নিয়ে আসা হবে অন্য লোকের চিত্র। বিগত বেশ কয়েকদিন ধরেই এহেন জল্পনা উঠতে থাকে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

মিডিয়ার দ্বারা সম্প্রতি খবর রটে যায় যে, আরবিআই এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নতুন নোটে গান্ধীর স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালামের ছবি নিয়ে আসা হতে চলেছে। এরপরেই বহু মানুষ দ্বারা একাধিক মন্তব্য সামনে আসতে শুরু করে। অনেকে আরবিআইয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ পর্যন্ত জানায় তো আবার অনেকে নোটে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিও তৈরি করার পরামর্শ দেন। আর এদিন এটিকে গুজব বলে উড়িয়ে দিল RBI। তাদের দাবি, “এসকল খবর মিথ্যা। নোটে কোন রকম পরিবর্তন আনার সম্ভাবনা বর্তমানে নেই।”

notes large 1200

মিডিয়া সূত্রে গতকাল বলা হয় যে, শুধু মহাত্মা গান্ধী নন, ভারতীয় নোটে এবার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের ছবিও দেওয়া হতে চলেছে। এমনকি বলা হয় যে, আইআইটি দিল্লির অধ্যাপক দিলীপ শাহানির কাছে রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা তাদের সকলের ছবিসহ নমুনা পর্যন্ত পাঠানো হয়েছে। তবে এদিন আপাতত এই সকল জল্পনাকেই পত্রপাট উড়িয়ে দিল তারা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর