এবার এই ৫ টি ব্যাঙ্কে নিষেধাজ্ঞা জারি RBI-র! তোলা যাবেনা টাকাও, মাথায় হাত গ্রাহকদের

বাংলা হান্ট ডেস্ক: এবার একইসাথে পাঁচটি কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। জানা গিয়েছে, ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের এহেন পদক্ষেপের জেরে RBI-এর অনুমতি ছাড়া এই ব্যাঙ্কগুলি ঋণ দিতে পারবে না।

শুধু তাই নয়, বিধিনিষেধ চলাকালীন টাকা তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও, কোনোরকম সম্পত্তি হস্তান্তরও করা যাবে না। এমন পরিস্থিতিতে ৬ মাসের জন্য এই বিধিনিষেধ লাগু থাকবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই এই নিষেধাজ্ঞা পর্যালোচনা করা হচ্ছে।

অর্থাৎ কেন্দ্রীয় ব্যাঙ্ক এই ৫ টি ব্যাঙ্কের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করেই নিষেধাজ্ঞা অপসারণ বা বাড়ানোর সিদ্ধান্ত নেবে। এমতাবস্থায়, RBI যদি ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থার উন্নতি প্রসঙ্গে স্পষ্ট ধারণা পেয়ে যায় সেক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে, RBI এটা স্পষ্ট করেছে যে ওই ব্যাঙ্কগুলির লাইসেন্স বাতিল করা হয়নি।

এই ব্যাঙ্কগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যে পাঁচটি ব্যাঙ্কের উপর বিধিনিষেধ আরোপ করেছে সেগুলি হল HCBL কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ), আদর্শ মহিলা নাগরিক কো-অপারেটিভ ব্যাঙ্ক, ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), শিমশা কো-অপারেটিভ ব্যাঙ্ক, নিয়ামিথা মাদ্দুর (কর্ণাটক), উরাভাকোন্ডা কো-অপারেটিভ টাউন ব্যাঙ্ক, উরাভাকোন্ডা (অন্ধ্রপ্রদেশ), এবং শঙ্কররাও মোহিতে পাটিল কো-অপারেটিভ ব্যাঙ্ক আকলুজ (মহারাষ্ট্র)।

rbi ekyc

এদিকে, HCBL কো-অপারেটিভ ব্যাঙ্ক, আদর্শ মহিলা নাগরিক কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং শিমশা কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা বর্তমান লিকুইডিটির সঙ্কটের কারণে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। তবে, উরাভাকোন্ডা কো-অপারেটিভ টাউন ব্যাঙ্ক এবং শঙ্কররাও মোহিতে পাটিল কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা আপাতত তাঁদের ব্যাঙ্কে সঞ্চিত অর্থ থেকে মাত্র ৫,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর মানে হল যে, ওই ব্যাঙ্কগুলির গ্রাহকদের অ্যাকাউন্টে যত টাকাই জমা থাকুক না কেন তাঁরা অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র ৫,০০০ টাকাই তুলতে পারবেন। এদিকে, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে এই পাঁচটি কো-অপারেটিভ ব্যাঙ্কের যোগ্য সঞ্চয়গুলি Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার অর্থ পাওয়ার অধিকারী হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর