হত্যার দিন কেন বুলেটপ্রুভ জ্যাকেট পরতে চান নি ইন্দিরা গান্ধী! কারণ বেশ চাঞ্চল্যকর।

একজন দাপুটে ভারতীয় রাজনৈতিক ব্যাক্তিত্বের কথা বলতে আমাদের যার নাম মাথায় আসে তিনি হলেন দেশের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। এখনও একজন দাপুটে মহিলা বলতেই সবার প্রথম তার নামটাই মাথায় আসে। কিন্তু তার মৃত্যু নিয়ে যে কোন ধোঁয়াশা নেই এমনটা বলাও ভুল। কারণ তার মৃত্যুটা পুরোটাই রহস্যজনক।১৯৬৬ সালে জন্মান ইন্দিরা দেবী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এখনও তিনি আমাদের মনে থেকে গেছেন। ভারতের রাজনীতি এবং উন্নয়নের ক্ষেত্রে তার যে বিশেষ অবদান আছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

IMG 20200112 095043

ইন্দিরা গান্ধীর আমলে আমরা দেখেছি যে ভারত US এবং চীনের এর থেকে নানারকম ব্যাতিক্রম বার্তা পেয়েছে। আবার একই দিকে ভারতকে তিনি এমনভাবে একটা গঠনমূলক দিক দিয়েছিলো যে ভারত যথেষ্ট একটা শক্তিশালী সামরিক বাহিনী গঠন করতে সমর্থ হয় । আত্মরক্ষার জন্য তিনি সবসময়ই একটি বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে থাকতেন । কিন্তু যেদিন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় সেদিন এক মাত্র তিনি ওই জ্যাকেট পড়ে ছিলেন না।

কারন সেই দিন তিনি একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে যাচ্ছিলেন । সাক্ষাৎকার দেওয়ার আগে তিনি কনক্রমেই সেটা পড়তে চান নি। কেননা তাকে আগের তুলনায় একটু বেশী মোটা দেখাচ্ছিল। তিনি ভেবে ছিলেন জ্যাকেট পরিধান করলে তাকে আরো মোটা মনে হবে। কিন্তু ভাগ্যের পরিহাস। এই জ্যাকেট না পরে বেরনোই কাল হয়ে দাঁড়ালো । কারন নিজের বাড়ি থেকে বেড়িয়েই গাড়িতে ওঠার পথেই তিনি বাগানে আক্রমনের শিকার হন। তার বাড়ির বাগানে তার দুই দারোয়ান বিন্ত সিং এবং সতওয়ান্ত সিং তাকে তাক করে গুলি করেন।

একটা দুটো গুলি নয় প্রায় ২৫ টি বুলেট তার শরীর ভেদ করে যায়। এইভাবেই নিজের রক্ষাকর্তাই তাকে মেরে দেন। যদিও মৃত্যুর এত বছর পরেও এই নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা। কিন্তু তাও তিনি আমাদের মনে অম্লিন আজও।

সম্পর্কিত খবর