ভরসা নেই চিনা বাজারে! অনন্য রেকর্ড গড়ে তিন মাসে এত লক্ষ iPhone বিক্রি হল ভারতে

বাংলা হান্ট ডেস্ক: টেকপ্রেমীদের কাছে অন্যতম পছন্দের ব্র্যান্ড হল Apple। যত দিন এগোচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে Apple-এর ডিভাইসগুলি। ঠিক সেই আবহেই এবার ভারতে এক অনন্য রেকর্ড গড়েছে Apple। ইতিমধ্যেই সংস্থার সিইও টিম কুক (Tim Cook) জানিয়েছেন যে, কোম্পানিটি ব্রাজিল এবং ভারতে ত্রৈমাসিক রেকর্ডের পাশাপাশি ভারতীয় বাজারের জন্য অন্য আরেকটি রেভিনিউ রেকর্ড স্থাপন করেছে। ত্রৈমাসিক ফলাফল পোস্ট করার পরে, কুক গত বৃহস্পতিবার বলেছেন যে, “ভারতে ব্যবসার দিকে তাকালে বোঝা যাবে, আমরা একটি দুর্দান্ত ত্রৈমাসিক রেভিনিউ রেকর্ড স্থাপন করেছি এবং বছরে সামগ্রিকভাবে ভালো বৃদ্ধি ঘটেছে। তাই আমরা বিষয়টি সম্পর্কে ইতিবাচক অনুভব করছি।”

ভারতীয় বাজার খুবই গুরুত্বপূর্ণ: এর পাশাপাশি টিম কুক ঘোষণা করেছেন, “ভারতীয় বাজার সঙ্কটজনক পরিস্থিতিতেও বিষ্ময়কর কাজ করেছে। ভারত আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার এবং একটি প্রধান লক্ষ্য হয়ে রয়েছে। আমরা ২০২০ সালে অনলাইন স্টোর নিয়ে এসেছি। এখন আমরা এখানে Apple রিটেল নিয়ে আসব। Apple শীঘ্রই মুম্বাইতে তার প্রথম ‘ইট-এন্ড-মর্টার স্টোর’ চালু করতে প্রস্তুত।”

ভারতে আসছে Apple-এর অনলাইন স্টোর: টিম কুক আরও জানিয়েছেন, “কোভিড সত্বেও, আমরা ভারতে দুর্দান্ত কাজ করেছি। আমার এখন আরও অনেক আশা রয়েছে। এই কারণেই আমরা এখানে বিনিয়োগ করছি এবং খুচরো ও অনলাইন স্টোর এনে সেখানে প্রচুর শক্তি লাগাচ্ছি। আমি ভারতকে নিয়ে খুবই আশাবাদী।”

এছাড়াও, Apple-এর সিইও টিম কুক বলেন, “আমরা বাজারের ওপর অনেক জোর দিচ্ছি। পাশাপাশি আমাদের প্রোডাক্টকে সাশ্রয়ী ও আরও অফার দেওয়ার চেষ্টা করছি।” এই প্রসঙ্গে কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুকা মায়েস্ত্রি বলেছেন, ব্রাজিল, মেক্সিকো, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো উদীয়মান বাজারগুলিতে শক্তিশালী বৃদ্ধির সাথে প্রতিটি প্রধান প্রোডাক্ট ক্যাটাগরি দুর্দান্ত ফলাফল প্রদান করছে।

iphone 12 thai nguyen unsplash 1641547235441

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Apple ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতে ২ মিলিয়ন (২০ লক্ষ) iPhone বিক্রি করেছে। যা তার ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্ষেত্রে ১৮ শতাংশের বৃদ্ধি পরিলক্ষিত করেছে। এদিকে, ভারতের বাজারে iPhone-এর অংশীদারিত্ব ২০২২ সালের মধ্যে ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে সামগ্রিকভাবে ৫.৫ শতাংশে পৌঁছে গিয়েছে। পাশাপাশি, iPhone 14 সিরিজ ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে বাজারের ৫৯ শতাংশ অংশীদারিত্ব অর্জন করেছে। তারপরেই ৩২ শতাংশ অংশীদারিত্বের সাথে iPhone 13 ওই তালিকায় রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর