কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ সংস্থায় চলছে নিয়োগ! জারি হল বিজ্ঞপ্তি, এইভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এল। জানা গিয়েছে, এবার কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডে (Rail Vikas Nigam Limited) শূন্যপদের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও সামনে এসেছে। যেখানে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। মূলত, এই শূন্যপদে অফলাইন মারফত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

কোন পদে করা হবে নিয়োগ: রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আপাতত জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে এই নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদের সংখ্যা: মোট ৪ টি পদে চলছে কর্মী নিয়োগ।

কোথায় হবে নিয়োগ: জানা গিয়েছে কলকাতা, চেন্নাই, হুবলি ও নয়াদিল্লিতে নিয়োগ সম্পন্ন হবে।

বয়সসীমা: উল্লেখ্য যে, এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত অনুযায়ী, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে CA/ ICWA/ CMA অথবা BE/ B.Tech পাশ করতে হবে।

আবেদন পদ্ধতি: প্রার্থীরা অফলাইনেই আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত ঠিকানায়। জানিয়ে রাখি যে, এক্ষেত্রে প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

এইখানে পাঠাতে হবে আবেদনপত্র: Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R.K Puram, New Delhi-110066।

আবেদনের শেষ তারিখ: জানিয়ে রাখি যে, প্রার্থীদের অবশ্যই ৭ জুন, ২০২৩-এর মধ্যে সংশ্লিষ্ট পদে আবেদন করে ফেলতে হবে।

নির্বাচন পদ্ধতি: এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রার্থীরা আবেদনের আগে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিয়ে আবেদন করতে পারেন। আমরা নিচে বিজ্ঞপ্তিগুলির লিঙ্ক দিয়ে দিচ্ছি।

West Bengal Bandhan Bank DSA Recruitment 2023

ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য বিজ্ঞপ্তি: https://rvnl.org/RVNL_cms/uploads/careers/DGM_Finance_in_CO.pdf
জেনারেল ম্যানেজার পদের জন্য বিজ্ঞপ্তি: https://rvnl.org/RVNL_cms/uploads/careers/Vacancy_for_the_post_of_GM_BD_in_Corporate_Office.pdf

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর