নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তলের মুখে আরও এক ঘোষের নাম! কে সেই ব্যক্তি? খুঁজছে ED

বাংলা হান্ট ডেস্ক : নতুন মোড় নিয়োগ দুর্নীতিতে। তদন্তে উঠে আসছে নীলাদ্রি ঘোষ (Niladri Ghosh) নামে এক আইনজীবীর নাম। দু’দিন আগেই নিয়োগ কেলেঙ্কারিতে (Recruitment Scam) ইডি (Enforcement Directorate) হেফাজতে নিয়েছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)। অভিযোগ চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা জালিয়াতি করেছেন তিনি। অবশ্য গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি দাবি করে যাচ্ছেন, চাকরির নাম করে তিনি কোনও টাকা তোলেননি। তাঁকে মিথ্যে ফাঁসানো হয়েছে। তাপস মণ্ডল তাঁকে ফাঁসিয়ে দিয়েছেন।

ইডির বিশেষ সূত্রে জানা যাচ্ছে, কুন্তলের বাড়ি থেকে একটি ডায়েরির হদিশ মিলেছে। কিছু সাংকেতিক ভাষায় লেখা রয়েছে ওই ডায়েরিতে। যা উদ্ধার করার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। এছাড়াও কুন্তল তদন্তকারী আধিকারিকদের কাছে দাবি করেন যে, তিনি কারওর থেকে টাকা নেননি। টাকা নিয়েছেন অন্য কেউ। তিনি ১০ শতাংশ কমিশন নিয়েছেন মাত্র!

ইডি সূত্রে খবর, যদিও এখনও পর্যন্ত এই তৃতীয় ব্যক্তি কে তা নিয়ে সদুত্তর দেয়নি কুন্তল। সেটাই জানার চেষ্টা চলছে। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য কুন্তলকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে বেরিয়ে সিজিও কমপ্লেক্সে যাওয়ার সময় কুন্তল দাবি করলেন, ‘নীলাদ্রি ঘোষ টাকা নিয়েছেন!’

kuntal ghosh

এবার প্রশ্ন হল কে এই নীলাদ্রি ঘোষ (Niladri Ghosh)? ইডি আপাতত জানতে পেরেছে তিনি একজন আইনজীবী। এই নীলাদ্রির নাম আগে শোনা যায় কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষের মন্তব্যেও। তিনি সংবাদমাধ্যমকে জানান ‘তাপস ও নীলাদ্রি ঘোষ বারবার ফোন করে হুমকি দিত। নীলাদ্রি হল তাপসের সাগরেদ।’

কুন্তলের বিরুদ্ধে স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় সাড়ে ১৯ কোটি নিয়েছিল কুন্তল, এই অভিযোগ অনেক আগেই করেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অপর অভিযুক্ত তাপস মণ্ডল। তারপরই কুন্তলের বিরুদ্ধে পদক্ষেপ করে দুই কেন্দ্রীয় সংস্থা। কুন্তলের অভিযোগ, তাপস তাঁর থেকে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন, কিন্তু সেটা না দেওয়ার দুর্নীতিতে তাঁর নাম জড়ানো হচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর