টানা ১২ ঘণ্টা জেরা! সিজিও থেকে বেরিয়েই পড়ে মরে দৌড় মানিক ঘনিষ্ঠ অর্ণবের, কেন?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় রাজ্য। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, পর্ষদ সভাপতি থেকে শুরু করে এসএসস্যার প্রাক্তন চেয়ারম্যান। গত বুধবার সল্টলেকে আরেক পর্ষদ কর্মী (Primary Education Staff) অর্ণব বসুর (Arnab Bose) ফ্ল্যাটে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এরপরই তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়।

সেইমতো হাজিরা দিয়েছিলেন তিঁনিই। সূত্রের খবর, প্রায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে টানা জেরা করা হয় অর্ণব বসুকে। তবে সিজিও থেকে বেরিয়েই রীতিমতো দৌড়ে পালালেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ এই পর্ষদ কর্মী। কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে কিছুতেই মুখে খুললেন না তিনি।

সম্প্রতি, নিয়োগ দুর্নীতির তদন্তে পর্ষদ কর্মী অর্ণব বসুকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরট। সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন তিনি। গত সপ্তাহে অর্ণব বসুর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক নথি, ল্যাপটপ ও তার মোবাইল ফোন উদ্ধার করেছিল ইডি। এরপরই শনিবার দিনভর চললো ম্যারাথন জেরা।

arnab bose

ইডি সূত্রে খবর, শিক্ষক কেলেঙ্কারি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন এই অর্ণব। মানিকের দেওয়া নির্দেশ মেনেই তিনি বিভিন্ন কাজ করতেন। সেই সূত্র ধরেই নিয়োগ দুর্নীতিতে এই ব্যক্তির কোনো যোগ আছে কিনা তার কিনারা করতেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে ইতিমধ্যেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা।

পাশাপাশি জেল হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ আরও অনেকে। এখানেই শেষ নয়, নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই প্রাক্তন যুবনেতা হুগলীর কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। দিন দিন তদন্ত যত এগোচ্ছে ততই লম্বা হচ্ছে অভিযুক্তদের তালিকা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর