পার্থর ঘাড়ে দোষ চাপিয়েও মিলল না স্বস্তি! অর্পিতাকে নিয়ে বড় রায় আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ বহু টালবাহানার পরও হল না কোনও সুরাহা! খারিজ হয়ে গেল নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) জামিনের আবেদন (Bail Appeal)। আর সেই সঙ্গেই আপাতত আরও কিছুদিন জেলেই থাকতে হবে তাকে। বুধবার ইডি’র বিশেষ আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর জামিনের আবেদন খারিজ করে দেয়।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ইস্যুতে গত বছর জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ‘সখি’ অর্পিতা মুখোপাধ্যায়। তারপর থেকে নয় নয় করে অতিবাহিত হয়েছে প্রায় ন’মাসেরও বেশি সময়। তবে এখনও জেলের ঘানি টেনেই দিন কাটছে তাদের। এরই মাঝে দীর্ঘ সময় পর গত সোমবার সশরীরে আদালতে হাজিরা দেন মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়।

সুদূর দিল্লি থেকে মামলা লড়তে আসা অর্পিতার আইনজীবী আদালতে দাবি করেন, বঙ্গে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার মক্কেল অর্পিতা মুখোপাধ্যায় এই বিষয়ে কিছুই জানতেন না। তিনি কেবলমাত্র পরিস্থিতির শিকার। একেবারেই নির্দোষ।

আদালতে অর্পিতার উপস্থিতিতেই তার আইনজীবী তরফে এই মর্মে জামিনের আবেদন করা হয়। তবে প্রথম থেকেই সেই জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি। গোয়েন্দা সংস্থার আইনজীবী পাল্টা আদালতে জানায়, এভাবে দুর্নীতির দায় অস্বীকার করতে পারেন না অর্পিতা। ইডি তরফে আদালতে অর্পিতার জামিনের বিরোধীতা করা হয়।

partha arpita

এরপর বুধবার অর্পিতার জামিন মামলার শুনানিতে অভিযুক্তর আর্জি খারিজ করে দেয় আদালত। আদালতের রায়, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ – যেকোনওভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে অর্পিতার যোগ রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ টাকা, গয়না এসব তার নয় বললেই মেনে নেওয়া যায় না। কারণ অর্পিতা যথেষ্টই বিলাসবহুল জীবনযাপন করতেন। শুধুমাত্র মহিলা বলেই তাকে জামিন দিয়ে দেবে আদালত, এমনটাও হতে পারেনা বলে জানান বিচারপতি। এরপর আগামী ১৯ জুন অর্পিতাকে ফের আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘাড়ে সমস্ত দোষ চাপিয়েও লাভের লাভ কিছুই হল না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর