বিরাট কাণ্ড ঘটালেন নিয়োগ দুর্নীতির বিভাস! চাপে গোটা তৃণমূল, চাপ বাড়ল কেষ্টরও?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) সূত্র ধরে সামনে এসেছিল তার নাম। প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারিতে হাত রয়েছে, এমনই অভিযোগ উঠেছিল বীরভূমের নলহাটি-২ এর ব্লক প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর (Bibhash Adhikari) বিরুদ্ধে। তারপর কেটে গিয়েছে বহুদিন। এবার লোকসভা ভোটের আগে ফের একবার চর্চায় বিভাস অধিকারী। সূত্রের খবর তৃণমূল ছেড়ে এবার নিজের দল তৈরি করেছেন বিভাস।

জানা যাচ্ছে, ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামের নতুন দল গড়েছেন বিভাস। এদিন কলকাতা প্রেস ক্লাবে ইস্তাহার প্রকাশ করেন বিভাস অধিকারী। এদিকে সাংবাদিক তৃণমূলকে আক্রমণ করে বিভাসের দাবি, ‘কৈলাস বিজয়বর্গীয় আমার আশ্রমে আসতেন। তাই আমাকে ঢাল করে বাঁচার চেষ্টা করছিল দল। যাতে এজেন্সি ধরতে না পারে। ‘

তাকে ইডির তলব বিষয়েও এদিন মন্তব্য করেন বিভাস। বলেন, ‘দলেরই কেউ কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল। ইডি এবং সিবিআই নিজেদের কাজ করেছে। তারা খারাপ করছে বলব না। তবে তারা কিছুই পায়নি।’ দলে তাকে কোনো কথা বলতে দেওয়া হত না বলেও দাবি করেন বিভাস।

এদিন নাম না করে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিশানা করে বিভাস বলেন,”আমাকে দলের ভিতরে ধর্ম বিষয়ক কোনো কথা বলতে দেওয়া হয়নি, ধর্ম নিয়ে কোনোরকম কিছু বলতে গেলেই বারবার বাধা দেওয়া হয়েছে। দলে আমার মুখ আটকে রাখা হয়েছে সবসময়। যদিও আমি কারোর নাম বলতে চাই না।’

bivash adhikary

আরও পড়ুন:একি কাণ্ড! ঘটালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেবের সভামঞ্চ! তারপর?

বিভাসের আরও দাবি, ‘দুর্নীতি এবং অপরাধ করেছে বলেই কেউ কেউ এখন জেলের ভিতরে।আমাকে ঢাল হিসাবে ব্যবহার করেও কোনও সুবিধা করতে পারিনি। আমি যা বলার স্পষ্ট বলেছি। দলে আমাকে দমিয়ে রাখা হত বলেই আমি বেরিয়ে এসেছি।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর