চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! দুর্গাপুরের তৃণমূল নেতাকে গাছে বেঁধে পেটাল জনতা

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শাসকদল তৃণমূলের (Trinamool Congress) প্রথম সারির নেতা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার। এই পরিস্থিতিতে এক আইএনটিইউসি (INTUC) নেতার বিরুদ্ধে লক্ষ্য লক্ষ্য টাকার বিনিময়ে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে অস্থায়ী চাকরি দেওয়ার অভিযোগে তাঁকে গাছে বেঁধে রাখেন এলাকাবাসীরা। আইএনটিইউসি (INTUC) কংগ্রেসের শ্রমিক সংগঠন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এএসপিতে লক্ষ্য লক্ষ্য টাকার বিনিময়ে আইএনটিইউসি নেতা কর্মীরা অস্থায়ী নিয়োগ করছে। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে গোটা বিষয়টি নিয়ে নজর রাখতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সেই মত এলাকার বাসিন্দারা বিষয়টির ওপর নজরদারি শুরু করে। দুর্গাপুরের মেন গেট এলাকার বাসিন্দা চাকরির জন্য অভিযুক্ত নেতা শান্তনু ২ লক্ষ্য ৬০ হাজার টাকা দেয় দেয় বলে অভিযোগ।

আইএনটিইউসি নেতাকে টাকা দিয়ে পাওয়া অস্থায়ী চাকরিতে যোগ দিতে এদিন এসএসপিতে আসেন আকাশ পান্ডে নামের ওই যুবক। তখনই এলাকার বাসিন্দারা তাকে ধরে তার গেটপাস কেড়ে নেয়। স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে টাকা দিয়ে চাকরি পাওয়ার বিষয়টি স্বীকার করে নেন আকাশ। স্থানীয় বাসিন্দাদের আকাশ জানায় পার্টি ফান্ডের নাম করে তাঁর থেকে টাকা নেওয়া হয়।

durgapore 2

তখনও ওই শ্রমিক নেতাকে গাছে সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার কথা জানানো হয় পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিস। অভিযুক্ত আইএনটিইউসি নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আকাশ পান্ডে নামে ওই যুবকের দাদা বলেন, ‘ভাইয়ের চাকরির জন্য শান্তনুকে টাকা দিয়েছিলাম। ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়। পাঁচ থেকে ছ মাস আগে এই টাকা দেওয়া হয়েছিল। আমার ভাইয়ের চাকরিও হয়ে গিয়েছিল, কিন্তু আজ কাজে যোগ দিতে এলে তাঁর গেট পাস নিয়ে নেওয়া হয়।’

অপরদিকে অভিযুক্ত তৃণমূল নেতা শান্তনু মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। কিন্তু আকাশ ইন্টারভিউ পাশ করেই চাকরি পেয়েছেন। আমি ব্যক্তিগতভাবে টাকা নিই। আমার আইএনটিইউসি করি। তৃণমূলও আমাদের সঙ্গে থাকে। পার্টির কাজের জন্যই টাকা দেওয়া হয়েছে। আমরা কেউ ব্যক্তিগত কাজের জন্য টাকা নিইনি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর