কেন তার বাড়িতে দিলীপ ঘোষের দলিল? অবশেষে বড় সত্য ‘ফাঁস’ করলেন পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। নিয়োগ দুর্নীতিতে এজেন্টদের সঙ্গে চাকরিপ্রার্থীদের লিঙ্কম্যান হিসেবে অভিযুক্ত প্রসন্ন রায়ের (Prasanna Roy) বাড়ি থেকে মিলেছিল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ির দলিল সংক্রান্ত নথি। সেই নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি।

ঠিক কী কারণে অভিযুক্তর বাড়িতে এল দিলীপবাবুর সম্পত্তির দলিল! এই প্রশ্নই উঠেছিল বিভিন্ন মহল থেকে। সেই নিয়ে বহু জলঘোলার পর অবশেষে এদিন সমস্ত রহস্য ফাঁস করলেন সেই প্রসন্ন রায় নিজেই। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই এই নিয়ে মুখ খোলেন অভিযুক্ত। পরে ফের সংবাদমাধ্যমের সামনেও মন্তব্য করেন তিনি।

এদিন আদালতে নিজের আইনজীবীকে প্রসন্ন বলেন, তার বাড়ি থেকে পাওয়া দিলীপ ঘোষের ওই দলিল আসল নয়। সেটি দলিলের সার্টিফায়েড কপি মাত্র। পরে সংবাদমাধ্যমের সামনে তিনি এও বলেন, এক প্রতিবেশী ওই কাজ করে দেওয়ার জন্য দিলীপের সম্পত্তির সার্টিফায়েড নথি তার হাতে দিয়েছিলেন।

prasanna

প্রসন্নবাবুর কথায়, দিলীপ ঘোষের একটি সম্পত্তির মিউটেশনের জন্য কপি তুলেছিলেন তিনি। সেই সার্টিফায়েড কপি তার বাড়িতে ছিল। সেটিই সিবিআই বাজেয়াপ্ত করেন। তার দাবি, এর মধ্যে টাকা লেনদেনের কোনও ব্যাপার নেই।

প্রসঙ্গত, এই প্রসন্ন রায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আত্মীয়। রংয়ের ঠিকাদার হিসেবে পেশা শুরু করলেও বিগত কয়েক বছরে তার সমপত্তির পরিমান চমকে দেওয়ার মতো। তার বাড়ি থেকেই দিলীপের সম্পত্তির দলিল পাওয়ায় শুরু হয় তরজা। তবে অবশেষে এদিন সেই প্রসন্ন দাবি করলেন, তার বাড়িতে পাওয়া যাওয়া দিলীপের সম্পত্তির নথি অরিজিনাল দলিল নয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর