ঠেলার নাম বাবাজী! ‘খাস’ বন্ধু কুন্তলের থেকে নেওয়া বিপুল টাকা ফেরালেন সোমা চক্রবর্তী

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) তৃণমূলের সদ্য বহিঃস্কৃত যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে উঠে এসেছে। এই কুন্তলের ব্যাঙ্কের সূত্র ধরেই খোঁজ মেলে অভিজাত পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর (Soma Chakraborty)। জানা যায়, ২০২০ সালে এই সোমাকেই লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)।

ইডি সূত্রে খবর ছিল, কুন্তল ঘোষের কাছ থেকে মোট ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন সোমা। টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন খোদ সোমাও। বন্ধুত্বের খাতিরেই এই টাকা ব্যবসার জন্য কুন্তল তাকে দিয়েছিলেন বলে জানান সোমা। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই টাকা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি। এরপরই ধৃত কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা (Money) ফেরালেন পার্লার মালকিন সোমা চক্রবর্তী।

জানা গিয়েছে এদিন কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ফিরিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্তও (Bonny Sengupta)। বৃহস্পতিবার রাতে এই দুজনার টাকাই কুন্তলের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে বলেই ইডি সূত্রে খবর। সোমা ও বনির ফেরানো অর্থের পরিমাণ প্রায় ১ কোটি টাকা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ইস্যুতে সোমাকে ইডি তলব করার পর তিনি জানান, ব্যবসার প্রয়োজনে ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের কাছ থেকে নিয়েছিলেন তিনি। ইডি জেরার মুখে টাকা ফেরত দেবেন বলেও জানিয়েছিলেন সোমা। এরপরই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেয় সোমা কুন্তলের অ্যাকাউন্টে তার থেকে নেওয়া পুরো টাকা ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে।

kuntal soma

তবে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে টাকা ফেরত দেওয়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে রয়েছে বলে সূত্রের খবর। বনি ও সোমা দুজনেই ধৃত কুন্তলের থেকে নেওয়া পুরো টাকা ফেরত দিলেও সমস্ত আইনি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর