এবার অবিশ্বাস্য কম দামে দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে Redmi! এটির ফিচার্স জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: চিনা স্মার্টফোন (Smartphone) প্রস্তুতকারী সংস্থা Redmi চলতি বছরের শুরুতেই কিছু আন্তর্জাতিক বাজারে Redmi 12 স্মার্টফোনটির লঞ্চ করেছে। তবে এটি ভারতে লঞ্চ হবে আগামী 1 আগস্ট। এই স্মার্টফোনটির দুর্দান্ত সব স্পেসিফিকেশন ইতিমধ্যেই গ্রাহকদের আকৃষ্ট করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Redmi 12 স্মার্টফোনটি অক্টাকোর MediaTek Helio G88 SoC প্রসেসর দ্বারা চালিত হবে। যার সাথে 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকবে।

এছাড়াও, 5,000 mAh-এর ব্যাটারি সহ এই স্মার্টফোনে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও উপলব্ধ থাকবে। পাশাপাশি, ভারতে লঞ্চ হতে চলা এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন এটির আন্তর্জাতিক ভেরিয়েন্টের মতই হবে বলে অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যেই সংস্থার তরফে লঞ্চ হতে চলা এই স্মার্টফোনের রঙ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। মূলত, জেড ব্ল্যাক, মুনস্টোন সিলভার এবং প্যাস্টেল ব্লু রঙে উপলব্ধ হবে Redmi 12 স্মার্টফোনটি। পাশাপাশি, এই স্মার্টফোনের সিলভার কালারের হ্যান্ডসেটে আলো পড়লে সেখানে একটি রামধনুর মতো ছটা দেখা যায়।

এদিকে, এই স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে দেশে বিক্রি করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংস্থার তরফে Redmi 12 স্মার্টফোনটি ইউরোপে মিডনাইট ব্ল্যাক, পোলার সিলভার এবং স্কাই ব্লু রঙে লঞ্চ করা হয়েছে। যেটির মূল্য হল 199 ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় 17,000 টাকা)। এদিকে Redmi-র এই স্মার্টফোনের 8 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম থাইল্যান্ডে হল 5,299 ভাট (প্রায় ১২,৫০০ টাকা)। তবে, ভারতে এর দাম ইউরোপের মতোই হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Redmi 12-এর সম্ভাব্য স্পেসিফিকেশন: এই স্মার্টফোনটিতে রয়েছে 6.79 ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লের ওপরের ঠিক সেন্টারে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। যেখানে সেলফি ক্যামেরা ইনস্টল করা আছে। এছাড়াও, ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট উপলব্ধ রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইডে।

এদিকে, Redmi 12 স্মার্টফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরা হল 50 মেগাপিক্সেলের। এর সাথে একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও, সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 8-মেগাপিক্সলের ক্যামেরা রয়েছে।

Redmi is launching a great smartphone at an incredible low price

পাশাপাশি, Redmi 12 স্মার্টফোনে প্রসেসর হিসেবে MediaTek Helio G88 দেওয়া হয়েছে। এর সাথে রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 256GB-র স্টোরেজ। উল্লেখ্য যে, সম্প্রতি সংস্থাটি ভারতে Redmi 12C-র একটি নতুন স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। যেটি অক্টা-কোর MediaTek Helio G85 SoC দ্বারা চালিত হয়। এছাড়াও, তাতে রয়েছে 5,000mAh-এর ব্যাটারি। গত কয়েক বছরে Redmi-র স্মার্টফোনের বিক্রি দ্রুতহারে বৃদ্ধি পেয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর