এবার এক রিচার্জে চলবে তিন জনের ফোন! বড় ধামাকা অফার আনল JIO

বাংলাহান্ট ডেস্ক: টেলিকম অপারেটরদের দুনিয়ায় কার্যত বিপ্লব এনেছে রিলায়্যান্স জিও (Reliance Jio)। ২০১৫ সালে লঞ্চ করে গ্রাহকদের বিনামূল্যে পরিষেবা দিয়ে অন্যান্য অপারেটরদের কঠিন প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছিল জিও। সেই পরিষেবা শেষ হয়ে যাওয়ার পরেও অন্যদের তুলনায় সবচেয়ে সস্তায় ইন্টারনেট পরিষেবা দিচ্ছিল মুকেশ আম্বানির সংস্থা। 

এর ফলে হু হু করে বেড়েছে জিও-র গ্রাহক সংখ্যা। এ বার গ্রাহকদের জন্য আরও চমক এনেছে রিলায়্যান্স জিও। তারা এমন একটি প্ল্যান এনেছে যার মাধ্যমে একটি রিচার্জ দিয়ে একসঙ্গে তিন জনের ফোন চালানো যাবে। অর্থাৎ তিনটি আলাদা জিও-র সিমকার্ড যুক্ত ফোনে আলাদা করে রিচার্জ করতে হবে না। 

reliance jio

একটি ফোন থেকে একটি রিচার্জ প্ল্যানেই তিনটি ফোন চলবে। গোটা পরিবারের জন্য এমনিতেই ফ্যামিলি রিচার্জ প্ল্যান দেয় জিও। এই প্ল্যানগুলি দিয়ে গ্রাহকরা একটি রিচার্জের মাধ্যমে একাধিক জিও কানেকশন ব্যবহার করতে পারেন। প্রত্যেক নম্বরে আলাদা রিচার্জ করতে হয় না তাঁদের।

Reliance Jio

তিন জনের জন্য জিও-র ফ্যামিলি রিচার্জ প্ল্যান পাওয়া যাচ্ছে ৭৯৯ টাকায়। এটি হল জিও-র একটি পোস্টপেড প্ল্যান। অর্থাৎ ব্যবহার করার পর টাকা দিতে হবে। এই প্ল্যানে গ্রাহকদের ১৫০ জিবি ইন্টারনেট দেওয়া হচ্ছে। এছাড়াও ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। 

ইন্টারনেটের পাশাপাশি গ্রাহকদের দেওয়া হছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা। পাশাপাশি, জিও ব্যবহারকারীরা জিও-র অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাবেন। একইসঙ্গে তাঁরা নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশনও পাবেন। এই দুই ওটিটি প্ল্যাটফর্মের মোবাইল ভার্সন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ইন্টারনেটের সীমা অতিক্রান্ত হওয়ার পর গ্রাহকদের জিবি প্রতি ১০ টাকা করে দিতে হবে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর