RBI রদ করল এক কোপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স, এই ব্যাঙ্কে আপনার একাউন্ট নেই তো?

বাংলাহান্ট ডেস্কঃ গোয়ার ম্যাডগাম আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (madgaum urban co operative bank ltd) লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। গোয়ার (goa) এই ব্যাঙ্ক আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ার কারণেই, আরবিআই এমন এক সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সঙ্গে সঙ্গে, ব্যাঙ্কের টাকা লেনদেনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে খবর, এই ব্যাঙ্কে মূলধন এবং আয়ের সম্ভাবনা আর কোন নেই। আর এই পরিস্থিতিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, তাঁদের গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে অপারক। সেই কারণেই, ব্যাঙ্কের পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Madgaum Urban Cooperative Bank

তবে আর্থিক সমস্যার কারণে ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলেও, চিন্তার কোন কারণ নেই গ্রাহকদের- এমন্টাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেইসঙ্গে জানিয়েছে, Deposit Insurance and Credit Guarantee Corporation-এর আয়ত্তায় ব্যাঙ্কের আমানতকারীরা তাঁদের সম্পূর্ণ অর্থ ফেরত পেয়ে যাবেন।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘গোয়ার ম্যাডগাম আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের কাছে সামনের দিকে এগিয়ে যাওয়ার মত পুঁজির অভাব ছিল। এছাড়াও ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ মেনে চলতে অসমর্থ এই ব্যাঙ্ক। আর এই পরিস্থিতিতে যদি বন্ধ না করা হত, তাহলে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়ে পড়ত। আর গ্রাহকদের সম্পূর্ণ অর্থ ফেরত না দিতে পারলে, তাঁদের ক্ষোভ এসে পড়ত ব্যাঙ্কের উপর। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ব্যাঙ্কের দরজা বন্ধ হয়ে গেলেও, গ্রাহকরা সঠিক সময়ে তাঁদের সমস্ত অর্থ ফেরত পেয়ে যাবেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর