নিয়ম ভাঙার জের, একসঙ্গে ১৩টি ব্যাঙ্ক’কে কড়া শাস্তি দিল RBI, কী হবে গ্রাহকদের?

বাংলাহান্ট ডেস্ক: নিয়ম ভাঙার অপরাধে দেশের ১৩টি ব্যাঙ্ককে জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কেন্দ্রীয় ব্যাঙ্কের বিভিন্ন নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম ভাঙার জন্য ১৩টি কো-অপারেটিভ ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে। প্রায় ৫০ হাজার টাকা থেকে ৪ লক্ষ টাকা অবধি জরিমানা করা হয়েছে ব্যাঙ্কগুলিকে। 

শ্রী কন্যাকা নাগরী সহকারী ব্যাঙ্ক, চন্দ্রপুরের উপর ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই দফায় নিয়ম অমান্য করার জন্য এটিই সর্বোচ্চ অঙ্কের জরিমানা। একইসঙ্গে বীডের বৈদ্যনাথ আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর আড়াই লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে।

RBI

পাশাপাশি, সাতারার ওয়াই আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর ২ লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ইন্দোরে অবস্থিত ইন্দোর প্রিমিয়ার কো-অপারেটিভ ব্যাঙ্ককেও ২ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এছাড়াও পতন নাগরিক সহকারী ব্যাঙ্কের উপর ১.৫ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে।

একইসঙ্গে, মেদ্যালয়ের তুরা আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর ১.৫৯ লক্ষ টাকা জরিমানা লাগু হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। জগদ্দলপুরের নাগরিক সহকারী ব্যাঙ্ক মর্যাদিতকেও জরিমানা করা হয়েছে। পাশাপাশি, অমরাবতীর জিয়াজু কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ককেও জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

fixed deposit

বাদ যায়নি কলকাতার পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্কও। ছতরপুরের ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক লিমিটেডও পড়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের কোপে। এছাড়াও তালিকায় রয়েছে রায়গড়ের সিভিল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, বিলাসপুরের ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্ক লিমিটেড। পাশাপাশি, মর্যাদিত ও শাহদোলের ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাঙ্কও রয়েছে তালিকায়। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর