বড়সড় সিদ্ধান্ত নিল RBI, ফের পকেটে টান পড়বে আম জনতার! মাথায় হাত দেশবাসীর

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরে একাধিকবার রেপো রেট (Repo Rate) বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। সেই রেশ বজায় রেখেই ফের আরও একবার রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত তিন দিন ধরে চলা MPC (Monetary Policy Committee)-র বৈঠকের পর RBI গভর্নর (RBI Governor) শক্তিকান্ত দাস (Shaktikanta Das) রেপো রেট বাড়ানোর ঘোষণা করেছেন।

এবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.৩৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। যার ফলে বর্তমানে RBI-এর রেপো রেট ৫.৪ শতাংশ থেকে বেড়ে ৬.২৫ শতাংশে পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে, RBI গত অক্টোবর এবং আগস্ট মাসে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট হারে বাড়িয়েছিল। পাশাপাশি, মে মাসে অনুষ্ঠিত MPC বৈঠকে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৯০ শতাংশ করা হয়েছিল।

এদিকে, এই নতুন রেপো রেট বৃদ্ধির ঘোষণা করার সময়, RBI গভর্নর জানিয়েছেন যে, আগামী চার মাসের জন্য মুদ্রাস্ফীতি ৪ শতাংশের উপরে থাকতে পারে। মূলত, MPC-র ছয় সদস্যের মধ্যে পাঁচজন সদস্য রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন। পাশাপাশি, RBI গভর্নর আরও জানান যে, দেশের গ্রামীণ চাহিদায় উন্নতি দেখা গিয়েছে। কনজিউমার কনফিডেন্স-এর দিকটিও বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, তিনি জানান ২০২৩ সালের অর্থবর্ষে GDP-র বৃদ্ধি ৬.৮ শতাংশ হতে পারে। এছাড়াও, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে CPI ৫ শতাংশে থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি, বিশেষজ্ঞরা মনে করেছেন যে, খুচরো মুদ্রাস্ফীতিকে কিছুটা নিয়ন্ত্রণ করতে এবং অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক বুধবারের পর্যালোচনায় রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট হারে বৃদ্ধির বিকল্পকে বেছে নিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত সোমবার থেকে শুরু হওয়া মনিটারি পলিসি কমিটির তিন দিনের বৈঠকের পরে ৭ ডিসেম্বর অর্থাৎ বুধবার তার পরবর্তী দ্বি-মাসিক নীতি উপস্থাপন করেছে।

indian money 1

এদিকে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের ফের রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্তের ফলে সুদের হার আরও বৃদ্ধি পাবে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। অর্থাৎ, একজন ব্যক্তি আগে কোনো ঋণ নিয়ে থাকলে এই রেপো রেট তাঁর ওপর প্রভাব ফেলবে। পাশাপাশি, এবার থেকে তাঁর EMI বা মাসিক ঋণের কিস্তির পরিমানও আরও বেশি হবে। স্বাভাবিকভাবেই এর ফলে পুরোনো ঋণের জন্য প্রতি মাসে বেশি টাকা গুণতে হবে ঋণ গ্রহীতাদেরকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর