মুখ থুবড়ে পড়লো রিয়া, সুশান্ত কাণ্ডে জড়িত থাকায় বের করে দেওয়া হলো সিনেমা থেকে

বাংলাহান্ট ডেস্ক: ঘোর দুঃসময় চলছে রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) জীবনে। সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলার সঙ্গে জড়িত সন্দেহে তাঁর নাম উঠে আসায় এবার কোপ পড়েছে রিয়ার কেরিয়ারেও। একটি ছবি থেকে ইতিমধ‍্যেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক।

বলিউড পরিচালক লোম হর্ষ তাঁর দ্বিতীয় ছবিতে রিয়াকে নায়িকা বানানোর পরিকল্পনা করেছিলেন। সমস্ত কিছু সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছিল। এমনকি করোনা পরিস্থিতি তৈরি না হলে ছবির শুটিংও শুরু হয়ে যেত। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ছবি থেকে রিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Rhea Chakraborty
পরিচালকের কথায়, “২০১৮ সালেই ছবিটি তৈরি করার পরিকল্পনা করেছিলাম। এবছরই শুটিং করতাম। করোনার জন‍্য পিছিয়ে গেল। ছবির প্রি প্রোডাকশনের কাজও শেষ হয়ে গিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা রিয়াকে ছবি থেকে বাদ দিচ্ছি। এই বিষয়ে কাস্টিং টিম ও প্রযোজকের সঙ্গে কথা হয়ে গিয়েছে।”

তিনি আরও জানান, রিয়াকে ছবিতে কাস্ট করে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জড়িত মানুষের অনুভূতিতে তিনি আঘাত করতে চান না। তাই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ২০০৯ সালে এম টিভির রিয়েলিটি শো ‘টিন ডিভা’ দিয়ে কেরিয়ার শুরু করেন রিয়া। সেই শোতে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এরপর আরও কয়েকটি শোতে সঞ্চালকের কাজ করেন রিয়া। এখনও পর্যন্ত মোট আটটি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু এর মধ‍্যে একটি ছবিও বক্স অফিসে সাফল‍্যের মুখ দেখেনি।

Mere Dad Ki Maruti Rhea Chakraborty films
২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন রিয়া। তেলুগু ছবি ‘তুনেগা তুনেগা’র মাধ্যমে প্রথম অভিনয়ে হাতেখড়ি হয় রিয়ার। এম এস রাজু ছিলেন ছবির পরিচালনার দায়িত্বে এবং নায়কের ভূমিকায় ছিলেন সুমন্ত রাজু। ছোটবেলার ঘৃণা কিভাবে বড় হয়ে প্রেমে পরিণত হয় সেই নিয়েই ছবির গল্প। কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি ছবিটি।

এরপরের বছরেই হিন্দি ছবি ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবিতে অভিনয় করেন রিয়া। সাকিব সালিম ও ছবিতে তাঁর বাবা রাম কাপুরকে কেন্দ্র করেই ছিল ছবির গল্প। কিন্তু রিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল এই ছবিতে। সিনেমাটিকে গাড়ির বিজ্ঞাপনের তকমা দেয় সিনেপ্রেমীরা এবং শেষমেষ ছবিটি ফ্লপ হয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর