সাত মাস ধরে টিআরপি তলানিতে, স্লট বদলের পর শেষের ঘন্টাও বেজে গেল ‘রিমলি’র সেটে

বাংলাহান্ট ডেস্ক: আগামীকাল থেকেই জি বাংলায় নতুন সিরিয়াল নিয়ে আসছেন অভিনেতা নীল ভট্টাচার্য। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে দর্শকদের মন জেতার পরীক্ষা দিতে তৈরি ‘উমা’। আর এই নতুন সিরিয়ালের জেরেই চ‍্যানেলের দরজা বন্ধ হতে চলেছে অন‍্য একটি সিরিয়ালের জন‍্য। সেই সিরিয়াল রিমলি (rimli)। এখনো এক বছরও হয়নি শুরু হয়েছে রিমলি। ইতিমধ‍্যেই শেষের ঘন্টা বেজে গেল সিরিয়ালের সেটে।

প্রতিদিন সন্ধ‍্যা ছটায় সময় ছিল রিমলির। কিন্তু অতি সম্প্রতি সময় বদলানো হয়েছে তার। আসলে সন্ধ‍্যা সাতটায় কৃষ্ণকলিকে সরিয়ে জায়গা পাকা করে নিয়েছে নতুন সিরিয়াল উমা। দীর্ঘদিনের জায়গা হারিয়ে কৃষ্ণকলি দখল করেছে রিমলির ছটার স্লট। আর রিমলির স্থান হয়েছে সেই রাত সাড়ে এগারোটার স্লটে।

A4F734819DDDF42EC853C4000BB5A3B8C28DB694T
প্রাইম টাইমের একটু আগে যে সিরিয়ালের জায়গা ছিল এতদিন তাকে কিনা রাত সাড়ে এগারোটায় পাঠানো হল! রিলমির প্রতি চ‍্যানেলের এমন অবিচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশ। তখনি খবর মেলে শুধু মাত্র স্লট বদলই না। খুব শীঘ্রই চ‍্যানেল থেকে পাততাড়িও গোটাতে হবে রিমলিকে। ইতিমধ‍্যেই নাকি চ‍্যানেলের তরফে সিরিয়ালের কলাকুশলীদের জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তের কথা। বেশ মন খারাপের আবহ সেট জুড়ে। তবে দর্শকদের জন‍্য এখনো এই বিষয়ে কোনো ঘোষনাই করা হয়নি।

শোনা যাচ্ছে সাত মাস হতে চললেও রিমলির টিআরপি নাকি একেবারেই নীচের দিকে। তাই এত তাড়াতাড়ি সিরিয়াল শেষ করার পরামর্শ দেওয়া হয়েথে চ‍্যানেলের তরফে। অপরদিকে তিন বছরের বেশি হয়ে গেলেও এখনো টিআরপি তালিকায় এক থেকে দশের মধ‍্যেই রয়েছে কৃষ্ণকলি। তাই ছটার স্লট দেওয়া হয়েছে এই সিরিয়ালকে।

উলেখ‍্য, রিমলির মতো অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় স্টার জলসার সিরিয়াল ধ্রুবতারাও শেষের মুখে। সিরিয়াল শেষ হওয়ার ঘোষনা ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে। উপরন্তু রিমলির মতোই একই প্রযোজনা সংস্থার ধ্রুবতারা সিরিয়ালটিও দেখা যাবে রাত সাড়ে এগারোটার স্লটে।

গোটা দেশ যখন কৃষক আন্দোলন নিয়ে উত্তাল ঠিক সেই সময়ে গ্রামের কৃষক পরিবারগুলির সংগ্রামের কাহিনিকে পাথেয় করে পথচলা শুরু করেছিল এই সিরিয়াল। ফসলের ন‍্যায‍্য দাম না পাওয়া, উপরন্তু মহাজনের ক্রমাগত শোষন দরিদ্র পরিবারগুলিকে কোন দুর্দশায় ঠেলে দেয় সেই চিত্রই উঠে এসেছে এই সিরিয়ালে।

কৃষক পরিবারের মেয়ে রিমলি ঘটনাচক্রে বৌ হয়ে আসে ধনী ব‍্যবসায়ী মুখার্জি পরিবারে উদয়ের স্ত্রী হয়ে। ধীরে ধীরে নিজের বুদ্ধিমত্তা, মিষ্টি স্বভাব ও পরিবারের সকলের প্রতি ভালবাসা দিয়ে উদয়ের মন জয় করে নিচ্ছিল রিমলি। সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ইধিকা পাল (idhika paul)। উদয়ের ভূমিকায় রয়েছেন জন ভট্টাচার্য।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর