‘ক্ষমতা থাকলে বিরোধীদের জিভ টেনে ছিঁড়ে নেওয়া হত’, চরম হুঁশিয়ারি TMC বিধায়কের

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একের পর এক বিতর্কিত মন্তব্য যেন এক প্রকার চেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। কখনো শাসকদলের বিরুদ্ধে চরম কটাক্ষ করে বিরোধী দলগুলি, আবার কখনো বিরোধী দলীয় নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করতে দেখা যায় শাসককে। সেই ধারা বজায় রেখে এবার বিরোধীদের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ইদ্রিস আলি (Idris ali), যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

উল্লেখ্য, সম্প্রতি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন্দ্র করে অপমানজনক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”

অখিল গিরির এহেন মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি নেতাকর্মী এবং অসংখ্য সমর্থকরা। পরবর্তীতে সেই আঁচ এসে পৌঁছায় বিধানসভায়। অখিল গিরির অপমানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি। পরবর্তীতে তা খারিজ হয়ে গেলেও এক্ষেত্রে বিধানসভার ভেতরে চেঁচামেচি জুড়ে দেয় পদ্মফুল শিবির।

সেই প্রেক্ষিতেই এদিন তৃণমূল বিধায়ক বলেন, “বিধানসভায় যিনি স্পিকার রয়েছেন, উনি খুব ভালো মানুষ। আমি যদি ওর জায়গায় থাকতাম আর ক্ষমতা থাকতো আমার হাতে, তাহলে বিরোধীদের জিভ গুলো টেনে ছিঁড়ে নেওয়া হতো। আপনারা হৈচৈ করতে আর পারতেন না।”

Untitled design 44

প্রসঙ্গত, বিজেপি শিবিরের তরফ থেকে বিধানসভায় হই হট্টগোল নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বঙ্গ রাজনীতি। এই প্রসঙ্গে গতকাল শুভেন্দু অধিকারী বলেন, “অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন। সারা দেশ উত্তাল। তাঁকে যাতে সকল পদ থেকে বরখাস্ত করা হয় এবং গ্রেফতার করা হয়, তা নিয়ে আমরা দাবি জানাচ্ছি। এক্ষেত্রে মুলতবি প্রস্তাব জমা দেওয়া হলেও পরবর্তীতে তা খারিজ হয়ে যায়। তবে আমরা প্রতিবাদ চালাবো।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর