“একদিন তো মরেই যাবো, এত পয়সা…!”, মানবিক কাজ করে লক্ষ লক্ষ সমর্থকদের মন জিতলেন রিঙ্কু

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আসন্ন এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতীয় দলে (Indian Cricket Team) জায়গা দিয়েছেন গত আইপিএলে (IPL 2023) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নায়ক রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ তিনি ভারতীয় দলে জায়গা না পাওয়ার শুরু হয়েছিল বিতর্ক। আলিগড়ের রিঙ্কু নিজেও ভারতের জার্সি গায়ে ছাপানোর সুযোগ পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

ভারতীয় দলে ডাক পাওয়ার আগে থেকেই ভারতের নতুন তারকা ফিনিশার রিঙ্কু সিং-এর জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতুহল বাড়তে শুরু করেছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকার এই বিষয়গুলি নিয়ে মন্তব্য করেছেন তিনি। নিজের বাবা মায়ের খুশির কথা থেকে শুরু করে দুঃস্থ ক্রিকেট প্রশিক্ষণরত বাচ্চাদের জন্য হোস্টেল বানানো, সবকিছু নিয়েই মুখ খুলেছেন তিনি। তিনি নিজেও অত্যন্ত সাধারণ পরিবার এবং সাধারণ পরিবেশ থেকে উঠে এসেছেন যেখানে কোন জাঁকজমকের সুযোগ ছিল না। এছাড়া স্বল্পভাষী এই ক্রিকেটার নিজের ক্রিকেট জীবনের আদর্শ কারা সেই নিও মন্তব্য করেছেন।

হোস্টেল তৈরি করার এই উদ্যোগ এবং সেখানে অনুদানের প্রশ্নে রিঙ্কু জবাব দিয়েছেন, “আমি এই বিষয়টার নিজের অর্থনৈতিক খরচের দিক দিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমি নিজে অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছে। তাই নিজের সাধ্যমত সেই সব গরিব ছেলেদের সাহায্য করার জন্য কিছু করার চেষ্টা করছি। একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে এখন যে অর্থ রোজগার করছি সেই অর্থ কেন শুধু নিজের কাছেই সীমাবদ্ধ রাখবো?”

rinku

এছাড়া ক্রিকেট জীবনে নিজের আদর্শকে সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন কেকেআর তারকা। তিনি বলেছেন “সুরেশ রায়না ছোটবেলা থেকেই আমার আদর্শ। এখন তার সাথে প্রায়ই যোগাযোগ হয়। তিনি আইপিএলের রাজা এবং খেলা সংক্রান্ত নানান খুঁটিনাটি পরামর্শ তিনি আমার সঙ্গে ভাগ করে নেয়। তার দেওয়া সেই পরামর্শ আমার কেরিয়ারের উন্নতির জন্য সহায়ক হয়ে উঠবে।” এছাড়া প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং-এর নামও নিয়েছেন তিনি। তার কাছে তিনি কৃতজ্ঞ এটা জানিয়ে তিনি বলেছেন সেই মাপের কোন বড় ক্রিকেটার যখন নিজে থেকে পাশে দাঁড়ায় তখন রিঙ্কুদের মতন ক্রিকেটারদের পক্ষে এগিয়ে চলাটা সহজ হয়ে যায়।

রিঙ্কু সিং ২০২২ সালের আইপিএল থেকেই নিজের একটা পরিচয় তৈরি করেছেন। ঘরোয়া ক্রিকেটেও তাদের রেকর্ড একেবারেই ফেলনা নয়। কিন্তু ২০২৩ সালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যখন তিনি শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে দলকে ম্যাচ জেতান, তখন রাতারাতি তার জনপ্রিয়তা কয়েকগুণ বেড়ে যায়। আসন্ন আগস্ট মাসেই হয়তো তাকে একাধিকবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে। সেই আগ্রহে এখন তার ভক্তরা দিন গুনতে শুরু করে দিয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর