ছেলে বড় ক্রিকেটার, ভারতজুড়ে খ্যাতি ! তবুও আজও বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেন রিঙ্কুর বাবা

বাংলাহান্ট ডেস্ক : ইয়ং জেনেরেশনের কাছে ছেলে আইডল। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্রতিভাবান একজন ক্রিকেটার। তবুও এখনো লোকের বাড়ি বাড়ি সিলিন্ডার সরবরাহের কাজ করেন ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা। কলকাতা নাইট রাইডার্স এর সুদক্ষ এই ক্রিকেটার ভারতের জাতীয় ক্রিকেট টিমের এক উজ্জ্বল নক্ষত্র। আইপিএল ২০২৩-এর ১৪টি ম্যাচে ৪৭৪ রান করে চমকে দিয়েছিলেন রিঙ্কু।

গত বছর আয়ারল্যান্ডের বিপরীতে ভারতের জাতীয় টিমে অভিষেক হয় রিঙ্কুর। তারপর যত সময় এগিয়েছে, নিজের জাত নিয়েছেন এই ক্রিকেটার। ছোট থেকে দারিদ্র্যের সাথে বড় হয়েছেন। শত বাধা-বিপত্তি দমাতে পারেনি এই উজ্জ্বল ক্রিকেট নক্ষত্রকে। তবে রিঙ্কু সিংয়ের বাবাও এখন বহু মানুষের কাছে এক উদাহরণ। ছেলে যতই বড় ক্রিকেটার হয়ে যান না কেন, নিজের চাকরি থেকে সরে আসেননি তিনি।

 আরোও পড়ুন : ঘরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা! সামান্য পুঁজি নিয়েই নামুন ‘এই’ ব্যবসায়, দেখবেন শুধুই লাভ

এখনো লোকের বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার সরবরাহ করার কাজ করেন রিঙ্কু সিংয়ের বাবা। বর্তমানে সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে রিঙ্কু সিংয়ের বাবার কাজ করার ভিডিও। ২৩ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার হয়ত জায়গা পেতে পারেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ। যদিও এই জায়গায় পৌঁছাতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে তরুণ ক্রিকেটারটিকে।

আরোও পড়ুন : ৫ টাকার এই পাতা এক্কেবারে মহৌষধ! জলে ফুটিয়ে খান, কয়েকদিনের ঝরে যাবে শরীরের চর্বি

রিঙ্কু বলেছিলেন, ‘আমি বাবাকে বলেছি তুমি এখন বিশ্রাম নিতে পারো। কিন্তু তিনি এখনও সিলিন্ডার সরবরাহ করছেন। তিনি তাঁর কাজ পছন্দ করেন। আমিও তার কাজ বুঝি। যদি তিনি বাড়িতে আরাম করতে শুরু করেন তবে তিনি অবিলম্বে বিরক্ত হয়ে যাবেন। একজন মানুষ যদি সারা জীবন কাজ করে থাকে, তবে সে না চাইলে তাঁকে কাজ করা থেকে বিরত রাখা কঠিন।’

https://twitter.com/KKRSince2011/status/1750940210832286194?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1750940210832286194%7Ctwgr%5Ee8728cc6809e2eff0a43c13cc6d0830cc315e087%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-21255731293155235705.ampproject.net%2F2401122240000%2Fframe.html

ভারতীয় দলের তারকা স্পিনার অশ্বিন একবার জানিয়েছিলেন, কলকাতা নাইট রাইডার্সে যখন প্রথম দিকে রিঙ্কু খেলতেন, সেই সময় নেটে অনুশীলনেরও সুযোগ পাননি রিঙ্কু। সহ্য করতে হত মানুষের অবজ্ঞা।গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে রিঙ্কু এক ওভারে ৫টি ছয় মারেন। তারপর থেকেই সবার নজরে পড়ে যান তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর