অধিনায়কত্ব হারাতে পারেন ঋষভ পন্থ, পন্থের নেতৃত্ব নিয়ে বিস্ফোরক রিকি পন্টিং

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থান রয়েলসের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেও শেষ রক্ষা হয়নি দিল্লির। 19.2 ওভারে এসে হার স্বীকার করতে হয় দিল্লি ক্যাপিটালসকে। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে 147 রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। এইদিন দিল্লির হারের পেছনে অধিনায়ক ঋষভ পন্থের ভুলভাল সিদ্ধান্তকেই দায়ী করেছে দিল্লির হেড কোচ রিকি পন্টিং।

এইদিন কম রানের পুঁজি নিয়ে বোলিং করতে নামলেও শুরুতেই রাজস্থান রয়েলসের পরপর তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে রাজস্থানকে চাপে ফেলে দেয় দিল্লি ক্যাপিটালস। জস বাটলার, সঞ্জু স্যামসন, মনন ভোরা কোন ব্যাটসম্যানই এইদিন রান পাননি। ফলে শুরুতেই বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস কিন্তু অধিনায়ক ঋষভ পন্থের ভুল সিদ্ধান্ত হারিয়ে দিল দিল্লিকে যা নিয়ে পন্থের সমালোচনা করেছেন রিকি পন্টিংও।

IMG 20210416 151616

এই ম্যাচে তিন ওভার বল করে মাত্র 14 রান দেয় দিল্লির বোলার রবীচন্দ্রন অশ্বিন। তার সত্বেও অশ্বিনের কোটার চার ওভার পূর্ণ করায় নি ঋষভ পন্থ। অশ্বিন কে মাত্র তিন ওভার বল করিয়েই রেখে দিয়েছিলেন। অপরদিকে মার্কস স্টাইনিসকে দিয়ে এক ওভার বোলিং করান পন্থ, সেই ওভারে স্টাইনিস 15 রান খরচ করেন। ম্যাচ শেষে দিল্লির হেড কোচ রিকি পন্টিং জানিয়েছেন অশ্বিনকে কেন তার সম্পূর্ণ ওভার করানো হল না? কেন তাকে মাত্র তিন ওভার বোলিং করানো হল? এই বিষয়ে ঋষভ পন্থের সঙ্গে আলোচনা করবো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর