ঋষভ পন্থকে সতর্ক করে লক্ষ্মণ বললেন ভারতের হাতে কিন্তু বিকল্প রয়েছে, তাই তাড়াতাড়ি প্রমান করো নিজেকে।

দীর্ঘদিন ধরে ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে। কিন্তু এখনও পর্যন্ত পন্থ নিজের নামের উপর সুবিচার দেখাতে পারেন নি। আর তাই এবার পন্থকে সতর্ক করলেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। বৃস্পতিবার পন্থকে সতর্ক করে লক্ষ্মণ বলেন এবার পন্থকে নিজের দক্ষতার প্রমাণ দিতে হবে, নির্বাচকরা যে তার উপর আস্থা রেখে ভুল করেন নি সেটা প্রমাণ করতে হবে। না হলে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন পন্থ। পন্থের জায়গা দখল করে নিতে পারেন কেরলের উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।

ইতিমধ্যে ভারতীয় দলে তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন সুযোগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। এই প্রসঙ্গে লক্ষ্মণ বলেন এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে থাকা সঞ্জু স্যামসন কে দলে সুযোগ দেওয়া মনে ভারতের হাতে যে বিকল্প রয়েছে সেটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে পন্থকে। তিনি আরও বলেন, বলেন যে পন্থকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে নিজেকে প্রমাণ করার জন্য এবার তাকে প্রমান করতে হবে নিজেকে না হলে পন্থের পরিবর্তে সঞ্জু জায়গা করে নিতে পারে ভারতীয় দলে।

9931019c262ec79fe0bcf144174eb21673871e1

এছাড়াও এইদিন লক্ষ্মণ বলেন ব্যক্তিগত ভাবে ঋষভ আমার খুবই পছন্দের একজন ক্রিকেটার। যে কোনো মুহূর্তে নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে ম্যাচের রং বদলে দেওয়ার মত ক্ষমতা রয়েছে পন্থের। নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য এই মুহূর্তে পন্থ ভারতীয় দলের এক্স ফ্যাক্টর। সেই সাথে লক্ষ্মণ জানিয়ে দেন আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে লক্ষ্মনের প্রথম পছন্দের উইকেট কিপার হলেন ঋষভ পন্থ দ্বিতীয় স্থানে রয়েছে সঞ্জু স্যামসন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর