বিশেষ ভাবে সক্ষমদের টিকাকরণের ব‍্যবস্থা, চালাচ্ছেন কমিউনিটি কিচেন, সিঙ্গাপুরে থেকেও বাংলার পাশে ঋতুপর্ণা

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের গোটাটাই সিঙ্গাপুরে (singapore) কাটিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta)। লকডাউনের মধ‍্যে সেখানেই আটকে পড়েন তিনি। অবশেষে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই নতুন বছরের শুরুতে কলকাতায় পা রাখেন অভিনেত্রী। কলকাতায় ফিরেই শুটিংয়ের কাজে ব‍্যস্ত হয়ে পড়েন তিনি। বেশ কয়েকটি ছবির শুটিং করে আবারো সিঙ্গাপুরেই পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণা।

এই মুহূর্তে শুটিং নেই কোনো। উপরন্তু এ রাজ‍্যেও কার্যত লকডাউন। তাই সিঙ্গাপুরেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তবে ও দেশে থাকলেও তাঁর মন পড়ে রয়েছে এখানেই। গত বারের মতো এ বারও বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ঋতুপর্ণা। সিঙ্গাপুরে বসেই এক করোনা আক্রান্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছেন তিনি। বিশেষ ভাবে সক্ষম মানুষদের টিকাকরণের ব‍্যবস্থাও করেছেন ঋতুপর্ণা।

IMG 20210520 192957
বিজয়গড়ের বাসিন্দা ওই বৃদ্ধা করোনা আক্রান্ত। তাঁর ছেলেও কোভিড পজিটিভ। জানা গিয়েছে হাসপাতালে ভর্তি হতে পারছিলেন না বৃদ্ধা। তখন নৃত‍্যশিল্পী অভিরূপ দাসের সঙ্গে যোগাযোগ করে তাঁর সাহায‍্য চান তিনি। খবর পৌঁছে যায় ঋতুপর্ণার কাছে। তিনিই সেই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তির দায়িত্ব নেন।

সিঙ্গাপুরে বসেই এম আর বাঙুর হাসপাতালে যোগাযোগ করে সেখানে ওই বৃদ্ধাকে ভর্তি করার ব‍্যবস্থা করে দেন ঋতুপর্ণা। তাঁর ওষুধপত্রের দায়িত্ব অভিরূপ নিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া বিশেষ ভাবে সক্ষম মানুষদের টিকাকরণ প্রক্রিয়া যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেই দায়িত্বও নিয়েছেন ঋতুপর্ণা।

https://www.instagram.com/p/CPFGwx-rLYU/?utm_medium=copy_link

উডল‍্যান্ড হাসপাতালের সিইও ডাঃ রূপালি বসুর সঙ্গে যোগাযোগ করে টিকাকরণের ব‍্যবস্থা করেছেন অভিনেত্রী। এই উদ‍্যোগে সামিল হয়েছে প্রয়াসের মতো সংস্থাও। এছাড়াও কলকাতার বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে কমিউনিটি কিচেন শুরু করেছেন ঋতুপর্ণা। দক্ষিণ কলকাতার করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন তিনি।

গত বছরেও লকডাউনে দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন ঋতুপর্ণা। চাল, ডাল, আলু প্রভৃতি নিত‍্যপ্রয়োজনীয় জিনিস অসহায় মানুষদের কাছে পৌঁছে দিয়েছিলেন অভিনেত্রী। Kolkata Endeavour Society নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঋতুপর্ণা।

https://www.instagram.com/p/COUiKLkL8aW/?utm_medium=copy_link

বাঘাযতীন, রামগড়, টালিগঞ্জ ও লেক গার্ডেন্স এলাকাতে সাহায‍্য পৌঁছে দিয়েছিলেন অভিনেত্রী। শুধু এই সাহায‍্যই নয়, পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পি এম কেয়ার ফান্ড, দুই মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দেন অভিনেত্রী। দাঁড়িয়েছিলেন টালিগঞ্জের সিনেপাড়ার টেকনিশিয়ানদের পাশেও।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর