বিজেপির হয়ে বিধানসভায় লড়বেন রবীন্দ্র জাদেজার স্ত্রী, টিকিট পেলেন হার্দিক প্যাটেলও

বাংলাহান্ট ডেস্ক : গুজরাটের বিধানসভা ভোটে এবার মনোনয়নপত্র পেলেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের খেলোয়াড় রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা (Rivaba Jadeja)। এই বৃহস্পতিবার, বিজেপির থেকে গুজরাটের ১৮২টি বিধানসভা আসনের ১৬০টির জন্য প্রার্থী নাম প্রকাশ করা হয়েছে। জামনগর উত্তর আসনে মনোনয়ন পেয়েছেন রিভাবা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রিভাবা বিজেপিতে যুক্ত হন। সেই সময় তাঁর এই যোগদান নিয়ে যথেষ্ট জল ঘোলাও হয়। কিন্তু শেষমেশ তিনি সেই সুযোগ পাননি।

কিন্তু ঘটনাক্রমে সেই বছরই রবীন্দ্রর বাবা অনিরুদ্ধসিন এবং বোন নইনাবা লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস পার্টিতে যোগদান করেন। তাঁদের কংগ্রেসে যোগ দিতে সাহায্য করেছিলেন পাটিদার আন্দোলনের নেতা হার্দিক পাটেল। কিন্তু হার্দিক এখন নিজেই বিজেপির সাথে যুক্ত। তিনিও এই বৃহস্পতিবার আমেদাবাদের বিরামগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে মনোনয়ন পত্র হাতে পেয়েছেন।

মুখ্যমন্ত্রীর ভূপেন্দ্র পাটেলও আহমেদাবাদের ঘাটলোডিয়া আসন থেকে জয়লাভ করেছেন। ২০১৭ সালে তিনি ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন। কিন্তু বিজেপি এবার তাঁর হেরে যাওয়া বিধায়কদের মনোনয়ন পত্র দেননি। যার সংখ্যা হলো ৩৮। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামনগর-উত্তরের ধর্মেন্দ্রসিন জাদেজা যিনি রিভাবার জন্য বরখাস্ত হন।

Gujarat polls nominees

ঘটনাচক্রে গুজরাটের আগের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী, আগের উপমুখ্যমন্ত্রী নিতিন পাটেল এবং বিজেপির প্রবীণ মন্ত্রী ও এমএলএ ভূপেন্দ্র চূড়াসমা এই বুধবার ঘোষণা করেন যে তাঁরা ভোটে দাঁড়াবেন না। তাই তাঁদের নামও নেই ভোটের প্রার্থী তালিকা বা লিস্টে। অন্যদিকে বিজেপি এ বছর কংগ্রেসের সাত জন এমএলএ-কে তাঁদের মনোনয়ন পত্র দিয়েছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর