রামপুরহাটে পথ দূর্ঘটনা ঘিরে ধুন্ধুমার,গুরুতর জখম ২

সৌতিক চক্রবর্তী,রামপুরহাট,বীরভূমঃ আজ সকাল সাতটা নাগাদ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত মাড়গ্রাম রাস্তায় চামড়াগুদাম মোড়ের কাছে একটি ইঁট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা একটি বাড়ির দেওয়াল ভেঙে ঘরের ভিতরে ঢুকে যায়।এই ঘটনার জেরে গুরুতর জখম হয় দুই শিশু। তাদেরকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

IMG 20190917 110427
ছবিঃ ভেঙে পড়েছে দেওয়াল।

স্থানীয় সূত্রে জানা গেছে,মুর্শিদাবাদ থেকে একটি লরি ইঁট বোঝাই করে আসছিল।লরিটি মাড়গ্রাম রাস্তায় চামড়াগুদাম মোড়ের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারায়।সেইখানে ফুটপাতে থাকা একটি কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে যায়। ফলে দেওয়াল ভেঙে পরে ঘরের ভিতরে থাকা দুই শিশুর উপরে। যার ফলে গুরুতর জখম হয় তারা।

IMG 20190917 110450
ছবিঃ ঘটনাস্থলে পুলিশ।

এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি ওই গাড়ির চালক,খালাসী ও মালিককে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে চরম মারধর করে উত্তেজিত জনতা।

ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে রামপুরহাট থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও স্থানীয়রা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। এক কথায় বলা যায় আজ সকালে রামপুরহাটের চামড়া গুদাম মোড়ের কাছে এক ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয় এই ঘটনার জেরে।

স্থানীয় উত্তেজিত জনতাদের দাবি, “আহত শিশুদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে।”

সম্পর্কিত খবর