অপুকে ভুলে পিহুর প্রেমে পাগল দীপু, সৃজলার জন্মদিনে ভালবাসায় ভরিয়ে দিলেন রোহন

   

বাংলাহান্ট ডেস্ক: দুজনে দুটি আলাদা চ‍্যানেলে আলাদা সিরিয়ালের মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন। পেশাগত দিক দিয়ে কড়া প্রতিদ্বন্দ্বী হলেও বাস্তব জীবনে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রোহন ভট্টাচার্য (rohaan bhattacharjee) ও সৃজলা গুহ (srijla guha)। সিরিয়ালপ্রেমীরা অবশ‍্য তাঁদের দীপু এবং পিহু বলেই চেনেন। সিরিয়ালে ভিন্ন ভিন্ন নায়ক নায়িকার স্বামী স্ত্রী হলেও রিয়েল লাইফে তাঁরা প্রেমিক প্রেমিকা।

গতকাল, ২৮ ডিসেম্বর ছিল সৃজলার জন্মদিন। এমন দিনে রোহন কিছু করবেন না তা কী হয়? মনের মানুষের জন‍্য জন্মদিনে বিশেষ আয়োজন করেছিলেন তিনি। বাড়িতেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে হয়েছে পার্টি। রোহন ছাড়াও উপস্থিত ছিলেন সৃজলার প্রিয় বান্ধবী তথা ‘মন ফাগুন’এর অভিনেত্রী গীতশ্রী রায়।

IMG 20211229 180101
চার চারটি কেক আনা হয়েছিল বার্থডে গার্লের জন‍্য। এছাড়াও ছিল রকমারি ক‍্যান্ডি, চকোলেট সহ আরো অনেক উপহার। প্রেমিকার জন‍্য বিশেষ ভাবে বানানো একটি কেক নিয়ে গিয়েছিলেন রোহন। সোশ‍্যাল মিডিয়া প্রেমী সৃজলার জন‍্য সেই থিমেই বানানো হয়েছে কেকটি। সামনে আবার অভিনেত্রীর মডেলিং ফটোশুটের একটি ছবিও প্রিন্ট করা হয়েছে।

https://www.instagram.com/p/CYAsqtVpVZW/?utm_medium=copy_link

সৃজলাকে জড়িয়ে ধরে দুটি ছবি শেয়ার করেছেন রোহন। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়েটাকে শুভ জন্মদিন। পৃথিবীর সবথেকে যত্নশীল মেয়েটাকে শুভ জন্মদিন। আমার ভালবাসাকে শুভ জন্মদিন।’ কিছু ছবিতে ঘরোয়া পোশাকে সেলিব্রেট করেছেন সকলে। অপর ছবিগুলিতে সুন্দর করে ঘর সাজিয়ে নিজেরাও সেজেগুজে কেক কাটার পর্ব হয়েছে। সৃজলার জন্মদিনে উপস্থিত ছিল তাঁর দুই আদরের পোষ‍্যও।

https://www.instagram.com/rohaan_bhattacharjee/p/CYDoN5vLoGY/?utm_medium=copy_link

মডেলিং জগতে বেশ অনেক বছরই হয়ে গিয়েছে সৃজলার। তাঁর বাবা বাঙালি ও মা পারসি। বাংলা জানলেও সিরিয়ালে অভিনয় শুরুর আগে রীতিমতো বর্ণ পরিচয় পড়তে হয়েছিল সৃজলাকে। এখন বেশ ভালোই মানিয়ে গুছিয়ে নিয়েছেন তিনি। টিআরপি তালিকাতেও এক থেকে দশের মধ‍্যেই রয়েছে মন ফাগুন।

সিরিয়ালে শন বন্দ‍্যোপাধ‍্যায়ের বিপরীতে অভিনয় করলেও ব‍্যক্তিগত জীবনে তিনি দীপু ওরফে রোহন ভট্টাচার্যের প্রেমিকা। দুজনের ছবি, ভিডিও প্রায়ই ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। সম্পর্কটাকে প্রকাশ‍্যেই রেখেছেন দুজনে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর