কোহলি নেতৃত্ব ছাড়ায় মন ভাঙল রোহিতের, বিরাটকে নিয়ে বললেন মন ছুঁয়ে যাওয়া কথা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল আচমকাই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বিরাট, যিনি ইতিমধ্যেই টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, তাকে একদিনের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দিয়েছিল বিসিসিআই। এর ফলে বিরাটকে এখন খেলোয়াড় হিসেবে টেস্ট দলে খেলতে দেখা যাবে। বিরাটের অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার নিজের প্রতিক্রিয়া জানালেন ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর আবেগঘন পোস্ট লিখেছেন তাঁর সঙ্গী ও সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা। ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে রোহিত লিখেছেন, “অবিশ্বাস্য! তবে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে চমৎকার দায়িত্ব পালনের জন্য অভিনন্দন। ভবিষ্যৎ বিরাট কোহলির জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।” রোহিতকে খুব কমই বিরাটের জন্য কিছু পোস্ট করতে দেখা যায়, তাই ভক্তরাও এই পোস্টে বেশ অবাক হয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দায়িত্ব দেওয়া হয়েছিল রোহিতকে। একই সময়ে, বিরাটকে বিসিসিআই ওয়ান ডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় এবং রোহিতকে সীমিত ওভারের সব ফরম্যাটের অধিনায়ক করা হয়। এখন রোহিতকে টেস্ট দলের অধিনায়কও করতে পারে বিসিসিআই। রোহিতের নেতৃত্বে এই বছর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট খেলবে ভারতীয় দল।

রোহিত শর্মার টেস্ট কেরিয়ারে গড়ে ওঠার পেছনে কিছুটা অবদান রয়েছে বিরাট কোহলিরও। ওডিআই এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত সীমিত ওভারের ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন। কিন্তু কোহলি তাঁকে টেস্টে একটানা সুযোগ দিয়েছিলেন। টেস্ট দলে মিডল অর্ডারে ব্যাট করা রোহিতকে ওপেনিংয়ের দায়িত্ব দেন কোহলি। এরপর তিন ফরম্যাটেই তারকা হয়ে যান এই খেলোয়াড়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর