বিশ্বকাপে বিশ্বরেকর্ডের পেছনে ছুটবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি! একটু এগিয়ে হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতকাল প্রস্তুতি ম্যাচে ভারতীয় দল জিতলেও বড় রান পাননি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত ১৫ এবং বিরাট ১৯ রান করে আউট হয়েছেন। তবে ভারতীয় সমর্থকরা আশাবাদী যে মূল টুর্নামেন্ট শুরু হলে দুজনেই নিজেদের পরিচিত ছন্দে ব্যাটিং শুরু করবেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ভুলিয়ে চলতি বিশ্বকাপের নতুন ইতিহাস লিখতে গেলে এই দুজনের ফর্মে থাকাটা খুবই দরকার।

অস্ট্রেলিয়ায় উড়ে আসার আগে গত কয়েক মাসে যে ক’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতীয় দল, তাতে খুব খারাপ পারফরম্যান্স করেননি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সমস্যাটা হল (বিশেষত রোহিতের ক্ষেত্রে) যে ধারাবাহিকভাবে পরপর প্রতি ম্যাচে বড় রান পাচ্ছেন না। সূর্যকুমার যাদব যেমন এই মুহূর্তে প্রায় প্রতিটি ম্যাচেই নিজের ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করে দেখাচ্ছেন, ঠিক ততটা ধারাবাহিক নন রোহিত-কোহলি। তারা কিছু বড় ইনিংস খেলেছেন ঠিকই, কিন্তু পরপর প্রতি ম্যাচে সাফল্য পাচ্ছেন না।

rohit duck

যদিও ভারতীয় দল শুধুমাত্র রোহিত এবং বিরাটের ওপর নির্ভরশীল নয়। তাই দু’জনকেই যে প্রতি ম্যাচে নিজেদের সেরাটা বার করে আনতে হবে এবং তবেই ভারত জয়ের দেখা পাবে এমনটা আশা করছেন না কোন ভারতীয় ক্রিকেটপ্রেমীই। লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারাও খারাপ ফর্মে নেই। তাই কোহলি বা হিটম্যানের ওপর অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা নেই।

v kohli

তবে হয়তো নিজেদের অজ্ঞাতসারেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি রেকর্ডকে ধাওয়া করবেন দুই তারকা ক্রিকেটার। এইমুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান করা ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। ৩১ ম্যাচ খেলে ১০১৬ ফোন করেছেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে। একটু ভালো ছন্দ দেখাতে পারলেই আসন্ন বিশ্বকাপের ম্যাচ কলিতে তাকে টপকে যেতে পারেন কোহলি এবং রোহিত দুজনেই।

এইমুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের রান সংখ্যা ৮৪৭। ৩৩ ম্যাচ খেলে এই রান করেছেন হিটম্যান। আর থেকে মাত্র ২ রানে পিছিয়ে বিরাট কোহলি। কিন্তু ৮৪৫ রান করতে বিরাট কোহলির সময় লেগেছে কেবল ২১ ম্যাচ। আর মাত্র ১৭০ রান করলেই জয়াবর্ধনেকে টপকে যাবেন রোহিত। শ্রীলঙ্কান কিংবদন্তিকে টপকাতে বিরাটের প্রয়োজন ১৭২ রানের। কে শ্রীলঙ্কান কিংবদন্তিকে আগে টপকে যাবেন বা টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে কার নামের পাশে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের সম্মান থাকবে তা জানতে আর কয়েকটা দিনের অপেক্ষা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর