রোহিত শর্মা জিজ্ঞেস করলেন সারা কোথায়, এমন জবাব দিলেন অর্জুন টেন্ডুলকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবারও আরও একটি আইপিএল শিরোপা জয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০২২-এর আগে তাদের প্রশিক্ষণ শিবিরের ষষ্ঠ দিনে টিম বন্ডিংয়ের দিকে মনোনিবেশ করেছিল। ষষ্ঠ দিনের অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ভিডিওতে রোহিত শর্মাকে সচিনপুত্র অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকারের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। এই ভিডিওতে রোহিত সারা টেন্ডুলকার সম্পর্কেও প্রশ্ন করেছেন, যার উত্তরও দিয়েছেন অর্জুন টেন্ডুলকার।

মুম্বাই ইন্ডিয়ান্সের এই ভিডিওতে কায়রন পোলার্ড, ইশান কিষানকেও যশপ্রীত বুমরাহর সাথে মজা করতে দেখা যায়। ভিডিওতে অর্জুনকে পরিচয় করিয়ে দিয়ে রোহিত বলেছেন, ‘একমাত্র অর্জুন টেন্ডুলকার।’ এরপর রোহিত শর্মা মারাঠি ভাষায় অর্জুনকে তার পরিবারের কথা জিজ্ঞেস করেন। এসবের মাঝেও রোহিতকে সারা টেন্ডুলকারের অবস্থা জিজ্ঞেস করতে দেখা যায়, তখন অর্জুন জানান যে তার বোন এখন লন্ডনে আছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের জন্য ফ্র্যাঞ্চাইজি থাকার জন্য বিশেষ ব্যবস্থা করেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স একটি বিশেষ জায়গা তৈরি করেছে যেখানে খেলোয়াড়রা তাদের ঘরের বাইরেও সহজেই উপভোগ করতে পারে। এর নাম দেওয়া হয়েছে এমআই এরিনা এবং এই পুরো এলাকাটি ১৩ হাজার বর্গমিটার জমি নিয়ে তৈরি। মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়, তাদের পরিবার এই পুরো জায়গাটি ব্যবহার করতে পারে। এমআই এরিনায় ফুটসল মাঠ, বক্স ক্রিকেট, ফুট ভলিবল, মিনি গলফ, কিড জোন এবং ড্রাইভিং রেঞ্জও রয়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্স দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। এই মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স ২টি করে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গতবারের হতাশার পর এবার ট্রফি জয়ের জন্য ঝাঁপাতে মরিয়া তারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর