অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা, ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর থেকে তিনি টিম কম্বিনেশন নিয়ে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং আপাতত ঘরের মাঠে খেলা সবকটি সিরিজেই বেশ সফলও হয়েছেন তিনি। সেই সফলতার মধ্যে অধিনায়কত্বের ক্ষেত্রে হিটম্যান গড়েছেন একটি নতুন বিশ্ব রেকর্ড। রেকর্ডটি গড়ার সময় বিরাট কোহলির রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।

রোহিত শর্মা তার অধিনায়কত্বে ভারতের হয়ে টানা দশটি জয় নথিভুক্ত করেছেন। রোহিতের নেতৃত্বে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পরপর তিনটি ম্যাচ জিতেছিল। এরপর তিনটি ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ক্লিন সুইপ করে হারিয়েছে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে জিতে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ১০ টি আন্তর্জাতিক ম্যাচ জিতে ফেললেন তিনি।

rohit sharma 1720x1000

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতার পর ঘরের মাঠে সবচেয়ে বেশি টানা ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। ঘরের মাঠে ১৫ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন তিনি। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সমান। মাত্র ১৬ ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের দুই ম্যাচে তাকে ছাপিয়ে যাওয়ার তার সামনে ভালো সুযোগ রয়েছে। ঘরের মাঠে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার ক্ষেত্রে বিরাট কোহলি এবং ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলেছেন রোহিত। বিরাট কোহলি টানা ১৩ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। একই সময়ে, মহেন্দ্র সিং ধোনি ১০ টি জয় নিয়ে এই তালিকায় তিন নম্বরে রয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ দুর্দান্তভাবে জিতেছে ভারতীয় দল। ভারতের বোলার ও ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলা দেখিয়েছেন। ভারতীয় ওপেনার ইশান কিষাণ খেলেছেন দুর্দান্ত এক ইনিংস যা ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ভুবনেশ্বর কুমার বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ম্যাচের প্রথম বলেই তিনি উইকেট নেন। এরপর নিজের চার ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২টি উইকেট।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর