সাহসিকতার অভাব! ১ ম্যাচ দেখেই কুলদীপকে দল থেকে বাদ দিয়ে উমরানকে দলে আনলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন রাজস্থান রয়‍্যালসে খেলা তরুণ পেসার কুলদীপ সেন। অভিষেক ম্যাচে দুটি উইকেট পেলেও বল হাতে বেশ কিছু রান বিলিয়েছিলেন তিনি। ভারতকে ম্যাচটি হারতে হয়েছিল, তবে সেই হারের মূল কারণ ছিল ব্যাটিং বিপর্যয়। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই কঠিন সিদ্ধান্ত নিয়ে কুলদীপকে প্রথম একাদশ থেকে ছেঁটে ফেললেন রোহিত।

কুলদীপের জায়গায় আজকে দলে এসেছেন উমরান মালিক। নিয়মিত ১৫০কিমি/ঘন্টা গতিতে বোলিং করতে সক্ষম জম্বু কাশ্মীরের এই পেসার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত মাসে আয়োজিত ওডিআই সিরিজে ৩টি উইকেট নিয়েছিলেন। এটি তার আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় ওডিআই সিরিজ।

গত ম্যাচ শেষ হওয়া মাত্র মহম্মদ কাইফ রোহিত শর্মা সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন তরুণ একজন পেসার হিসাবে কুলদীপকে যখন সুযোগ দেওয়া হয়েছে তখন তার ওপর ভরসা রাখাটাও দরকার। তাকে একটি মাত্র ম্যাচে খেলিয়ে যদি দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে। তার সেই আশঙ্কাকে সত্যি করেই কুলদীপ দল থেকে বাদ পড়েছেন। এই সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে সেটা সময়ই বলবে।

আপাতত দ্বিতীয় ওডিআই ম্যাচের টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কুলদীপ সেন ছাড়াও ভারতীয় দল থেকে বাদ পড়েছেন শাহবাজ আহমেদ। তার জায়গায় দলে এসেছেন অক্ষর প্যাটেল।

আজকের ম্যাচ ভারতের কাছে মরণ বাঁচন ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ভারত আজ হারলে সিরিজ জিতে যাবে বাংলাদেশ। এর আগে ধোনির অধিনায়কত্বে ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ হেরেছিল ভারত। সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটাতে চাইবেন না রোহিত শর্মা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর