“ভেবেছিলাম পন্থকেই আগে নামাবো, কিন্তু….” কেন পন্থের আগে দীনেশ কার্তিককে নামিয়েছিলেন, ব্যাখ্যা দিলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল নাগপুরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে কাল তারা হারিয়েছে ৬ উইকেটে। রোহিত শর্মার অনবদ্য ব্যাটিং, হর্ষল প্যাটেলের দুরন্ত বোলিংয়ে ভর করে কাল ম্যাচ জিতেছিল ভারতীয় দল। কাল বাকি ব্যাটাররা সঙ্গ দিতে না পারলেও রোহিত নিজের লক্ষ্যে অবচল ছিলেন। তেমনই বাকি বোলাররা মার খেলেও নিজে দুরন্ত বোলিং করেছেন অক্ষর।

তবে এই জয়ের কিছুটা কৃতিত্ব আরও একজনের প্রাপ্য। যার নাম হলো দীনেশ কার্তিক। তার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একাধিক অভিযোগ উঠেছিল যে তিনি ম্যাচ ফিনিশ করতে পারছেন না। তিনি বিশ্বকাপের আগে চূড়ান্ত অফফর্মে রয়েছেন, তার আর মূল দলে থাকার কোন মানে হয় না, তার জায়গায় রিশভ পন্থকে বলে রেখে ভবিষ্যতের কথা ভাবা উচিত ইত্যাদি নানাবিধ কথা বলেছিলেন সমালোচকরা। গতকাল দলে পন্থকে জায়গাও দেওয়া হয়েছিল। কিন্তু বাদ পড়েননি দীনেশ কার্তিক।

কাল ৭ বলে ১৪ রান বাকি এমন অবস্থায় ব্যাট করতে নেমে ছিলেন কার্তিক। তারপর শেষ ওভারের প্রথম দুই বলে একটি ছক্কা ও একটি চার মেরে ৪ বল বাকি থাকতেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন ডিকে। দলে পন্থকে নেওয়ার পরেও দিনেশ কার্তিককে ম্যাচ ফিনিশ করতে পাঠানো হয়েছিল। এমন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তার জবাব দিয়েছেন রোহিত শর্মা।

dk

ম্যাচের পর রোহিত শর্মা বলেছেন, “একবার ভেবেছিলাম যে পন্থকে হয়তো আগে পাঠানো উচিত। কিন্তু তারপর মনে হলো যে স্যামস শেষ ওভার করবে। তাই মনে হয়েছিল কার্তিকের অভিজ্ঞতার ওপর ভরসা করা উচিত। ও যেভাবে ম্যাচ ফিনিশ করেছে তাতে আমি অত্যন্ত খুশি।’

দীনেশ কার্তিক যে ফর্মে ফিরেছেন এটা গোটা ভারতীয় দলের পক্ষে অত্যন্ত আনন্দের বিষয়। বিশ্বকাপের আগে পরপর কয়েকটা ম্যাচে তিনি ম্যাচ ফিনিশ করতে না পারায় তাকে নিয়ে অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তার গত ম্যাচের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিয়েছে সকলকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর