রোহিতের সঙ্গে নিয়ম ভেঙে দেখা করতে এসে কেঁদে ফেললেন ভক্ত, এবার জরিমানার অঙ্কও কাঁদিয়ে দেবে তাকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গোটা বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা যত বাড়ছে ততো নিজের প্রিয় ক্রিকেটারদের কেন্দ্র করে ভক্তদের পাগলামিও বেড়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়ানো আজকাল তো খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও আজকাল ভক্তরা নিজেদের প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার জন্য মাঝেমধ্যে এমন অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানা ঘটিয়ে থাকেন যা শুনলে চোখ কপালে ওঠে সাধারণ মানুষের।

গতকাল ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ চলাকালীন এমনই একটি ঘটনা সকলের চোখে পড়েছিল। দ্বিতীয় ইনিংসের জিম্বাবোয়ের ব্যাটিং চলাকালীন এক ভক্ত নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়ে। রোহিত শর্মার দিকে এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন সেই ভক্ত কিন্তু ততক্ষণে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। স্বল্প সময়ের মধ্যেই নিজের প্রিয় ক্রিকেটারের সঙ্গে দু একটি কথা বলতে পেরেছিলেন সেই ভক্ত।

কিন্তু তারপরে যে কথা প্রকাশ্যে উঠে এসেছে তা শুনে সেই ভক্তর জন্য চিন্তিত অনেকেই। নিজের প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করতে এসে বিরাট অংকের জরিমানা দিতে হবে ওই ক্রিকেটপ্রেমীকে। ব্যঙ্গ করে বলেছেন “রোহিত শর্মার সঙ্গে দেখা করে ওই ভক্ত আবেগে কেঁদে ফেলেছিলেন, এখন জরিমানার অংক শুনে তিনি আবার কেঁদে ফেলবেন।”

কখনো অবধি পাওয়া খবর অনুযায়ী ওই কিশোরকে ভারতীয় মুদ্রায় ৬.৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। টাকার অংক রীতিমত চমকে দেওয়ার মত। মেলবোর্ন স্টেডিয়াম কর্তৃপক্ষ ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি পালন করছেন। ভবিষ্যতে আর কেউ যাতে এমন কাজ না করেন সেই জন্যই এত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের তরফ থেকে।

ক্রিকেট মাঠে ভক্ত ঢুকে পড়ার ঘটনা অবশ্য নতুন কিছুই নয়। এর আগেও আমরা দেখেছি কিভাবে ধোনি, সচিন, বিরাট কোহলিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভক্তদের মাঠে ঢুকে পড়তে। তবে এত বড় জরিমানার অংক আগে কোথাও-ই দেখা যায়নি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর