টসে জিতে কি সিদ্ধান্ত নেবেন সেটাই ভুলে গেলেন রোহিত! তাও চালকের আসনে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঠে ক্রীড়াবিদদের ওপর মানসিক চাপের ঘটনার নতুন কিছু নয়। রোনাল্ডো নাজারিও থেকে শুরু করে ডন ব্র্যাডম্যান, একাধিক কিংবদন্তি এই চাপের শিকার হয়ে কোন ম্যাচই নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি এমন উদাহরণ রয়েছে। অভিজ্ঞ ক্রীড়াবিদরা চাপ ব্যাপারটির সঙ্গে অভ্যস্ত হয়ে যান এ কথা ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তাদের কোনদিনও ভুল হতে পারে না।

এবার এমন ঘটনার স্বীকার হলেন রোহিত শর্মা। আজ ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলছে রায়পুরে। সেখানে টস করতে নেমে এমনই মানসিক চাপের কবলে পড়েছিলেন রোহিত। টস জেতার পরেও রোহিত সাময়িকভাবে ভুলে যান যে তার দলকে দিয়ে তিনি প্রথমে কি করাতে চান।

শেষ পর্যন্ত অবশ্য টসে যেতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। এই মুহূর্ত নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে আমরা টসে জিতে কি করতে চাই। আমরা শুধু কঠিন পরিস্থিতিতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে চাই। তাই আজ আমরা প্রথমে বোলিং করবো।’

ভারতীয় দল অবশ্য সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। হায়দরাবাদে যে স্কোয়াড নিয়ে রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে জয় পেয়েছিলেন সেই স্কোয়াডটি আজ সম্পূর্ণ অপরিবর্তিত রেখেছেন তিনি। একই পথে হেঁটেছে কিউয়িরা। গত ম্যাচে একটুর জন্য জয় হাতছাড়া হয়েছিল তাদের। আজকে তাই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন তারা।

shami new zealand

কিছুক্ষণের জন্য নিজের সিদ্ধান্ত ভুলে গেলেও রোহিত টসে জিতে সে সিদ্ধান্ত নিয়েছেন তা দুর্দান্ত প্রমাণিত হয়েছে। সিরাজ এবং শামির দুর্দান্ত ফার্স্ট বোলিংয়ের সামনে তছনছ হয়ে গেছে নিউজিল্যান্ডের টপ অর্ডার। প্রতিবেদনটি লেখার সময় সাত ওভারে মাত্র দশ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়ে ফেলেছে কিউয়িরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর