পন্টিংকে কয়েক মাইল পেছনে ফেলেছেন রোহিত শর্মা! গড়েছেন বিশ্বরেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) ২০২৩ সালের শুরুতে অসাধারণ ছন্দে রয়েছে। চলতি বছরের প্রথম ২ মাসে তারা সমস্ত ফরম্যাট মিলিয়ে মোট ১৪টি ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে ১২টি ম্যাচেই জয় পেয়েছে তারা। ভারতীয় দল এখনো পর্যন্ত ২০২৩ সালে সবকটি ম্যাচেই খেলেছে নিজেদের ঘরের মাটিতে। চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। তাই ঘরের মাটিতে দলের এমন পারফরম্যান্স দেখে সন্তুষ্ট ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

এই ১৪ টি ম্যাচের মধ্যে ভারতীয় দল ৮টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে। এই মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা বা মহম্মদ শামির মতো অভিজ্ঞ সেনের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেদের দূরে রাখছেন। ওই ফরম্যাটে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সম্পূর্ণ তরুণ দল নিয়ে মাঠে নামছে ভারত। মজার ব্যাপার হলো যে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই ও টেস্টে যে কয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে একটিতেও হারের মুখ দেখতে হয়নি তাদের।

এখানে একটি পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। সেই পরিসংখ্যান থেকে বিশ্লেষণ করা তথ্য বলছে যে রোহিত শর্মা এখন আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে জয়ের শতকরা হারের দিক দিয়ে পেরিয়ে গিয়েছেন সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য হওয়া অজি তারকা রিকি পন্টিংকে। আন্তর্জাতিক পর্যায়ে অন্তত ৭৫ টি ম্যাচে যে অধিনায়করা নিজ নিজ দেশকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে রোহিত শর্মা সবথেকে এগিয়ে।

rohit sharma press conference

সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ জয়ের হার সম্পন্ন অধিনায়কদের তালিকা:

● রোহিত শর্মা (৭৮.৪৮)
● রিকি পন্টিং (৬৭.৯০)
● আসগর আফগান (৬৭.৮২)
● স্টিভ ওয়া (৬৬.২৫)
● হ্যান্সি ক্রোনিয়ে (৬৫.৯৬)
● বিরাট কোহলি (৬৩.৩৮)

তবে এই পরিসংখ্যান অর্থহীন হয়ে পড়বে যদি ভারতীয় দল ঘরের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপের খেতাব ঘরে না তুলতে পারে। গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতের নেতৃত্বে দ্বিপাক্ষিক সিরিজ গুলিতে ভারতীয় দলের প্রদর্শন ছিল রীতিমত প্রশংসনীয়। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে একপেশে ভাবে তাদের হারতে হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর