ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্ব রেকর্ড! একাধিক কিংবদন্তিকে টপকে গেলেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) টেস্ট সিরিজে ভালো ফর্মে রয়েছেন। দুর্বল ক্যারিবিয়ান বোলিংয়ের বিরুদ্ধে প্রতি ইনিংসেই বড় রান করছেন তিনি। প্রথম টেস্টে তার ব্যাট থেকে এসেছিল শতরান। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই করলেন অর্ধশতরান। পাঁচটি চার ও তিনটি ছক্কা দিয়ে দ্বিতীয় ইনিংসে ৪৪ বলে করলেন ৫৭ রান।

তার এই ইনিংসটি ভারতকে চালকের আসনে বসিয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের লক্ষ্য রাখার ক্ষেত্রে বড় ভূমিকা নেয় হিটম্যানের এই ইনিংসটি। যদিও তিনি এখনো সমালোচিত হচ্ছেন বড় প্রতিপক্ষের বিরুদ্ধে রান না করে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান করার জন্য। সমর্থকরা আশা করবেন যে তার এই ফর্ম আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপেও বজায় থাকবে।

রোহিত শর্মা কালকে ৫৭ রানের ইনিংসটি খেলে একটি বিশেষ রেকর্ড করে ফেলেছেন। তিনি টানা সবচেয়ে বেশি ইনিংস ১০ বা তার বেশি রানের স্কোর করার রেকর্ড গড়লেন টেস্টে। অর্থাৎ একক ঘরের স্কোরে তাকে আউট করাটা অসম্ভব হয়ে পড়ছে প্রতিপক্ষের বোলারদের পক্ষে। ধারাবাহিকভাবে টেস্ট ফরম্যাটের ডবল ডিজিটে পৌঁছচ্ছেন তিনি।

rohit pull

সবচেয়ে বেশি ইনিংস ধারাবাহিকভাবে ডাবল ডিজিট স্কোরে পৌঁছনো ক্রিকেটারদের তালিকা:

১. রোহিত শর্মা (৩০ ইনিংস*)
২. মাহেলা জয়াবর্ধনে (২৯ ইনিংস)
৩. লেন হুটন (২৫ ইনিংস)
৪. রোহান কানহাই (২৫ ইনিংস)
৫. এবি ডিভিলিয়ার্স (২৪ ইনিংস)

এর আগে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৫ রানে অলআউট করতে সাহায্য করেছিলেন সিরাজ। তারপর রোহিত শর্মা এবং টেস্টে নবাগত ঈশান কিষানের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ১২১ রান তুলে ডিক্লেয়ার করে ভারত। শেষ দিনে জয়ের জন্য তাদের ৮ উইকেট তুলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ জিততে চাইলে তাদের তুলতে হবে আরও ২৮৯ রান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর