বিশ্বকাপের স্কোয়াডে দুটি পরিবর্তন আনলেন রোহিত! তারকা ওপেনারের বদলে দলে আসবেন এই তরুণ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) বেশ কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু শেষপর্যন্ত শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে সিরিজটি পকেটে পুরে নিয়েছিলেন হার্দিকরা। তবে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতকে নাকানি-চোবানি খেতে দেখে ভক্তরা খুবই হতাশ হয়েছেন।

কিন্তু তারপর টি-টোয়েন্টি সিরিজ দেখে আরও কিছুটা হতাশায় তলিয়ে গিয়েছেন ভক্তরা। পাঁচ ম্যাচের ক্ষুদ্রতম ফরম্যাটের সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রী ভাবে হেরে বসেছে ভারত। বেশকিছু ক্রিকেটারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। সব মিলিয়ে বলা যায় বিশ্বকাপের জন্য যে স্কোয়াড রোহিত শর্মা ইতিমধ্যে মাথায় এনেছিলেন তাতে তিনি বেশ কিছু পরিবর্তন আনতেই পারেন।

   

প্রাথমিকভাবে বলা যায় যে সূর্যকুমার যাদব কোনওভাবেই আসন্ন ওডিআই বিশ্বকাপের অংশ হতে পারবেন না। ওডিআই ফরম্যাটে তার ব্যাট থেকে কোনও উল্লেখযোগ্য ইনিংস আসেনি বহু সুযোগ পাওয়ার পরেও। এখন টি-টোয়েন্টি ফরম্যাটেও তার ব্যাট কথা বলা বন্ধ করে দিয়েছে। তিনি যে কোনওভাবেই বিশ্বকাপের অংশ হতে পারবেন না সেটা পরিষ্কার।

sad suryakumar yadav

এবার নতুন করে রোহিত শর্মাকে ভাবতে হবে যে শুভমান গিলকে বিশ্বকাপের একাদশে সুযোগ দেওয়া যাবে কিনা সেই নিয়ে। তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ শেষ কয়েক ম্যাচে। বছরের শুরুতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধে যেটুকু খেলেছিলেন তিনি তা দেখে অনেকেই ভেবেছিলেন তিনি হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। কিন্তু এখন অনেকেই বুঝতে পারছেন যে সেই মন্তব্যটি করার সময় বড্ড তাড়াহুড়ো করা হয়েছিল। তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে প্রথম একাদশে জায়গা পাবেন না। বরং কঠিন পরিস্থিতিতে তিলক ভার্মা যেভাবে তাক লাগিয়ে দেওয়ার মত ব্যাটিং করছেন সেই ব্যাপারটি দেখে বলা যায় যে যদি তিনি এই ধারাবাহিকতা দেখে যেতে পারেন তাহলে হয়তো তাকে বিশ্বকাপের আগে ভাবাও হতে পারে ভারতীয় দলের জন্য।

এমনিতেই চোট আঘাতের কারণে ভারতের বহু তারকা মাঠের বাইরে রয়েছেন। এখন দলে যারা রয়েছেন তাদেরও এমন অফ ফর্ম বিশ্বকাপের আগে অত্যন্ত চিন্তার বিষয়। যদি এমনটাই চলতে থাকে তাহলে ওডিআই বিশ্বকাপে ঘরের মাঠে আয়োজক দেশের ট্রফি জয়ের যে ধারা তৈরি হয়েছে গত তিন বিশ্বকাপ ধরে, সেটি ভেঙে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর