কোহলির বিরুদ্ধে ষড়যন্ত্র রোহিতের! শেষ হয়ে যেতে পারে বিরাটের টেস্ট কেরিয়ার?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ৫ দিন আগেই ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গে নিজের জন্মদিন পালন করেছেন ঈশান কিষান (Ishan Kishan)। তখন অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রশ্ন করা হয়েছিল যে তারা দলের উইকেট রক্ষককে কোনও উপহার দিচ্ছেন কিনা। জবাবে রোহিত বলেছিলেন, “ঈশানের কাছে সবই আছে। ওর উচিত একটা শতরান করে আমাদের উপহার দেওয়া।” ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির (Virat Kohli) জায়গায় তাকে চার নম্বরে পাঠানো হলে শতরান না হলেও রিশভ পন্থের (Rishabh Pant) ঢঙয়ে মারকাটারি ব্যাটিং করে মাত্র ৩৩ বলে টেস্ট ক্রিকেটে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন ঈশান!

অনেকেই ঈশানের প্রথম টেস্ট অর্ধশতরানের পর রোহিত শর্মার একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাধারণত ভারতীয় দলের চার নম্বরে ব্যাটিং করেন বিরাট কোহলি। সচিন টেন্ডুলকার অবসর নেওয়ার পর থেকে ওই জায়গায় ব্যাটিং করছেন তিনি। অনেকের ওষুধ তুলেছিলেন যে অন্যায় ভাবে রোহিত শর্মা বিরাট কোহলির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তাকে ঐ জায়গায় ব্যাটিং করতে পাঠিয়েছেন।

কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে যে ব্যাপারটা আসলে ওরকম নয়। সেই সময় পঞ্চম দিনের বৃষ্টির আশঙ্কা ছিল না এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা চেয়েছিলেন দ্রুত রান তুলতে। ঈশান একজন আগ্রাসি স্বভাবের ব্যাটার। তাই যখন প্রস্তাব উঠেছিল ঈশানকে আগে পাঠানোর তখন রোহিত শর্মা কোনওরকম দ্বিতীয় চিন্তাভাবনা মাথায় না এনেই তাকে ২২ গজে পাঠিয়ে দেন।

ishan kishan vs wi

উল্টে নিজের অর্ধশতরানের জন্য এবার বিরাট কোহলিকে কৃতিত্ব দিয়েছেন ঈশান। ম্যাচের শেষে তিনি বলেছেন, “বিরাট আমাকে সমর্থন করলেন এবং আমাকে বললেন যাও এবং তোমার স্বাভাবিক খেলা খেলো। আশা করি আমরা আগামীকালই খেলা শেষ করবো। বিরাট ভাইই উদ্যোগ নিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাকে ব্যাটিংয়ে যেতে হবে। সেখানে একজন ধীরগতির বাঁ-হাতি পেস বোলিং করছিলেন। দলের জন্য এটি একটি ভাল সিদ্ধান্ত হয়েছিল। কখনও কখনও আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হয়।”

দুর্ভাগ্যবশত বৃষ্টির জন্য গতকাল অর্থাৎ পঞ্চম দিনে ম্যাচের একটি বল খেলা সম্ভব হয়নি। ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রয়োজন ছিল ২৮৯ রান। পাল্লা ভারতের দিকেই ভারী ছিল কারণ এই ওয়েস্ট ইন্ডিজ দল একেবারেই দুর্বল। কিন্তু শেষ পর্যন্ত টেস্ট ম্যাচটি ড্র হয় গোটা দিন বৃষ্টির কারণে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর