মেসির পাল্টা রোনাল্ডোর, CR7-এর জোড়া গোলে ভর করে বড় জয় পর্তুগালের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রাতে প্রীতি ম্যাচে ফুটবলে অনেক পিছিয়ে থাকা দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইতালির বিরুদ্ধে গোল না পেলেও এদিন এস্তোনিয়ার বিরুদ্ধে দলের পাঁচটি গোলই করেছিলেন মেসি। মেসির এই দুর্দান্ত পারফরম্যান্সের দিনে পিছিয়ে থাকলেন না রোনাল্ডোও। রবিবার রাতে নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। সেই ম্যাচে জোড়া গোল করে ও একটি গোল করিয়ে দলের ৪-০ জয়ে ম্যাচের সেরা রোনাল্ডোই।

এর আগে ২০১৯ সালে সেলেকাও নেশন্স লিগের প্রথম সংস্করণ জিতেছিল এবং সেবার সেমিফাইনালে রোনাল্ডো এই সুইজারল্যান্ডের বিরুদ্ধেই হ্যাটট্রিক করেছিলেন। কাল একটুর জন্য হ্যাটট্রিকের দেখা পাননি সিআরসেভেন। তার দুটি ফ্রি কিক অনবদ্য ভাবে বাঁচিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। তার মধ্যে থেকে একটির ক্ষেত্রে লুজ বল ধরে গোল করে পর্তুগালকে ম্যাচে এগিয়ে দিয়েছিলেন উইলিয়াম কার্ভালহো। তারপর থেকে চলে শুধুই রোনাল্ডো শো।

portugal

প্রথমার্ধের ৩৫ মিনিটে দিয়েগো জটা এবং ব্রুনো ফার্নান্দেজের তৈরি অসাধারণ মুভ থেকে বুলেট শটে গোল করেন রোনাল্ডো। এরপর ৩৯ মিনিটে বক্সের মধ্যে নিজের শ্বাপদ সুলভ মানসিকতার পরিচয় দিয়ে ডিফেন্ডারদের অসতর্কতার সুযোগে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। দুটি সহজ সুযোগ মিস না করলে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলতেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। কালকের পর দেশের হয়ে তার গোলসংখ্যা দাঁড়ালো ১১৭।

দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েও সুইস গোলরক্ষকের দক্ষতায় হ্যাটট্রিক অধরা থেকে যায় তার। পরিবর্ত হিসাবে নামা ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা বের্নার্ডো সিলভার অসাধারণ পাস থেকে গোল করে পর্তুগালের পক্ষে ফল ৪-০ করে দেন আর এক ম্যান সিটি তারকা জোয়াও ক্যান্সেলো। মনে রাখতে এই সুইজারল্যান্ড দলটিই গতবছর বিশ্বকাপজয়ী ফ্রান্সকে ইউরো ২০২১ থেকে নক আউট করেছিল। শুধুমাত্র প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে কাল সেই সুইশদের ধ্বংস করে দিলেন রোনাল্ডোরা। কালকের এই জয়ের পর নেশন্স লিগে নিজেদের গ্রূপে এক নম্বরে রইলো পর্তুগাল। গ্রূপে ইতিমধ্যেই স্পেনের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। চার দলের গ্রূপে চেক রিপাবলিকের সাথে ২-২ গোলে ড্র করেছে স্পেন। এর আগে সুইজারল্যান্ডকে হারিয়েছিল চেক রিপাবলিক। পর্তুগালের মতো ৪ পয়েন্ট নিয়েই গোল ডিফারেন্সে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেকরা। ৯ ই জুন চেক রিপাবলিকের মুখোমুখি হবে পর্তুগাল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর