৩৭ বছরেও আগুন ঝড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডুবতে থাকা ম্যান ইউকে জেতালেন একার পায়ে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৯ই এপ্রিল, ২০২২। গত শনিরারের কথা। দল হেরেছিল। তাও আবার লিগ টেবিলে ১৭ তম স্থানে থাকা এভার্টনের কাছে। ৯০ মিনিটে রোনাল্ডো গোল লক্ষ্য করে শট নিতে পেরেছিল মাত্র একবার। খেলা শেষে দেখা যায় তার শিনগার্ড রক্তে লাল, দু জায়গায় মারাত্মক ভাবে কেটে রক্ত পড়ছে। ওই অবস্থায় ড্রেসিংরুমে ফেরার সময় কাছের গ্যালারিতে অবস্থিত ১৪ বছর বয়সী এক এভার্টনের ফ্যান তার রক্তমাখা পায়ের ভিডিও তোলার চেষ্টা করছিল, হাতের এক থাপ্পড়ে সেই বাচ্চাটির হাত থেকে ফোন ফেলে দেন রোনাল্ডো। সমালোচনায় ছেয়ে যায় গোটা বিশ্বের নিউজ সাইট গুলো। একে তো লিগের তলানিতে থাকা একটি দলের বিরুদ্ধে হার। অপরদিকে বিপক্ষ বাচ্চা ভক্তের সাথে এই ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে, ভক্তটিকে খেলা দেখতে আসার নিমন্ত্রণ জানিয়েও সেই বাঁধ ভাঙা সমালোচনাকে আটকাতে পারেননি রোনাল্ডো।

১৬ ই এপ্রিল, ২০২২, এই শনিবার টেবিলের তলানিতে থাকা আরেকটি দলের সাথে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭ মিনিটে নরউইচ ডিফেন্সের কাছ থেকে বল কেড়ে নিয়ে ক্রস রাখলেন তরুণ ফুটবলার এলেঙ্গা। বল জালে জড়িয়ে ম্যান ইউকে এগিয়ে দিলেন রোনাল্ডো। ৩২ মিনিটে হওয়ায় ভেসে আসা কর্ণারে ছুটে গিয়ে দুরন্ত হেড। হয়ে গেল ২-০। দুটি গোলই রেড ডেভিলসের ৭ নম্বর জার্সিধারীর।

cristiano ronaldo 7

কিন্তু এরপরেও ম্যান ইউনাইটেডের জঘন্য ডিফেন্সের সুযোগ নিয়ে ৪৫ ও ৫২ মিনিটে ২-২ করে দেয় নরউইচ। ফের লিগ টেবিলের তলানিতে থাকা দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্টের আশঙ্কা যখন দেখা দিচ্ছে তখনই ৭৫ মিনিট নাগাদ ফ্রি কিক পায় ইউনাইটেড। সাধারণত ওই জায়গাটি ডান পায়ের ফুটবলারদের জন্য খুব একটা সুবিধাজনক নয়, আর রোনাল্ডোও সেপ্টেম্বর ২০২০-এর পর ফ্রি কিক থেকে কোনও গোল করেননি, তাও সকলকে সরিয়ে তিনিই দাঁড়ালেন নিজের দু পা ফাঁক করা ট্রেডমার্ক স্টান্স নিয়ে। ১৫ সেকেন্ড পর বলটি রকেটের গতিতে নরউইচ গোলরক্ষক টিম ক্রুলের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। ৩-২ ফলে দলকে ম্যাচ জিতিয়ে টপ ফোরের আশা জিইয়ে রাখলেন রোনাল্ডো।

আজকের হ্যাটট্রিকের পর চলতি লিগে ১৫ গোল হয়ে গেল সিআরসেভেনের। চলতি মরশুমে ক্লাব ফুটবলে গোলসংখ্যা দাঁড়ালো ২১। আপাতত যাবতীয় বিতর্কের জবাব দিলেও ইউনাইটেডের পরের খেলা চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা লিভারপুলের বিরুদ্ধে যারা আজ এফ এ কাপে লিগ লিডার ম্যান সিটিকে হারিয়েছে ৩-২ ফলে। সেই ম্যাচেও রোনাল্ডো ম্যাজিকের আশায় থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর