রাজ্যে কমেই চলেছে পুলিশ কনস্টেবলের সংখ্যা, ৪৪ শতাংশ পদই খালি! দাবি পরিসংখ্যানের

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য প্রকাশিত হয়েছে টাটা ট্রাস্ট-এর নেতৃত্বে একগুচ্ছ অসরকারি সংস্থা ‘ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২২’। মূলত পুলিশ, জেল, আদালত ও আইনি সাহায্য,বিচারব্যবস্থার এই চার মাপকাঠির নিরিখে রাজ্যগুলির অবস্থান রিপোর্টে পেশ করা হয়েছে। আর সেই রিপোর্ট সামনে আসতেই অবাক করার মতো তথ্য। রিপোর্ট বলছে, বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) ৪৪ শতাংশ কনস্টেবল (Constable Post) পদই খালি পড়ে রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পুলিশ, বিচারবিভাগের নিরিখে এ রাজ্য একেবারে শেষে অবস্থান করছে। সামগ্রিক ভাবে গোটা ভারতবর্ষের ১৮টি বড় ও মাঝারি রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ১৭তম স্থানে রয়েছে। যেখানে রিপোর্টে দেখা যাচ্ছে পুলিশ ও বিচারবিভাগের দিক থেকে ১৮-তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রসঙ্গত, পঞ্চায়েত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলায় গিয়ে সিভিক ভলান্টিয়ারদের মধ্যে থেকে কনস্টেবল পদে নিয়োগ করার আশ্বাস দিয়েছেন।

তার কথায় কনস্টেবল নিয়োগে ১০ শতাংশ আসন সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। তবে পরীক্ষার মাধ্যমেই সেই চাকরি তাদের অর্জন করতে হবে বলেও জানিয়েছে রাজ্য। অন্যদিকে, ‘ইন্ডিয়া জাস্টিস রিপোর্টে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের ৪৪ শতাংশ কনস্টেবল পদই খালি পড়ে রয়েছে। এই শূন্যপদের হার বড়-মাঝারি রাজ্যগুলির বিচারে পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি। জানিয়ে রাখি পূর্বে ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী, সেইসময় প্রায় ৩১ শতাংশ কনস্টেবল পদ খালি পড়ে ছিল। তবে ২০২২ এর রিপোর্ট অনুযায়ী সেই ফাঁকের পরিমান অনেকটাই বেড়েছে।

শুধু কনস্টেবল পদই নয়, রিপোর্ট অনুযায়ী পুলিশের অফিসারের ক্ষেত্রেও চারটির মধ্যে একটি পদ খালি পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গে গ্রামীণ এলাকায় গড়ে ৩ লক্ষের বেশি মানুষের জন্য একটি থানা রয়েছে। পাশাপাশি রাজ্যের শহরাঞ্চলে গড়ে ১ লক্ষ ২৩ হাজারের বেশি মানুষ একটি থানার উপর নির্ভর করে থাকেন।

up police constable

তবে কেন আদালত বা বিচারবিভাগের নিরিখে পশ্চিমবঙ্গের একবারে শেষে জায়গা করে নিয়েছে তার কারণ হিসেবে রাজ্যের স্বল্প খরচের পরিমানকেই দায়ী করছে রিপোর্ট। ২২ রিপোর্ট অনুযায়ী, রাজ্যে বিচারব্যবস্থার পিছনে জনসংখ্যার মাথা পিছু মাত্র ৭৫ টাকা খরচ হয়। যা সামগ্রিকভাবে বড়-মাঝারি রাজ্যগুলির মধ্যে সবথেকে কম।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর