‘ফুটবল ম্যাচ দেখতে এসেছি, নাকি নৃত্য অনুষ্ঠান!’ ব্রাজিলিয়ানদের নাচ নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ম্যান ইউ অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্রাজিলের বিরুদ্ধে কাল আক্রমণাত্মক ফুটবল খেলার সাহস দেখিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্টো। কিন্তু তাদের ডিফেন্স বা মিডফিল্ডে ছিল না খুনে মানসিকতা। ফলে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল ভুগতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। প্রথমার্ধে ৩৬ মিনিটের মধ্যে ৪ গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ফিনিশিংয়ে গন্ডগোল না করলে আরও দু-তিনটি গোলও করতে পারতো তারা। দ্বিতীয়ার্ধে কোরিয়া একটি দুর্দান্ত গোল করলেও তখন সেটা অর্থহীন হয়ে পড়েছিল।

ব্রাজিলের প্রত্যেকটা গোলের পরই একটা ব্যাপারে সকলেই খেয়াল করে থাকবেন। ব্রাজিলের ৩-৪ জন ফুটবলার প্রতিটি গোলের পরেই দলের সঙ্গে উদযাপন করার পর সাইডলাইনে গিয়ে দাঁড়াচ্ছিলেন এবং অসাধারণভাবে ভাবে কিছু নৃত্য পরিবেশন করে দেখাচ্ছিলেন। ভিনিসিয়াস, নেইমাররা যখন এই নৃত্য করছিলেন তখন গ্যালারির আওয়াজও ছিল শোনার মতো।

Brazil samba dance

কিন্তু এই ব্যাপার নিয়ে খুব একটা সন্তুষ্ট হননি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন আইরিশ অধিনায়ক রয় কিন। নিজের খেলোয়ার জীবনেও তিনি অত্যন্ত কাঠ-খোট্টা, সোজা কথার এবং কঠোর মানসিকতার লোক বলে পরিচিত ছিলেন। নিজের এই স্বভাবের জন্য একাধিকবার নানান বিতর্কে ছড়িয়েছেন তিনি। এবার ব্রাজিলের ফুটবলারদের নৃত্য সম্পর্কে মন্তব্য করে ফের শিরোনামে উঠে এলেন কিন।

আইটিভির হয়ে ম্যাচ বিশ্লেষণের জন্য স্টুডিওতে থাকা প্রাক্তন ম্যান ইউ অধিনায়ক হাফটাইমের এই প্রসঙ্গে তিনি বলেছেন, “ভিনিসিয়াস অসাধারণ গোল করেছে, ব্রাজিল অসাধারণ ভাবে ম্যাচটা শুরু করেছে, কিন্তু আমি কোনওদিনও মাঠের মধ্যে এত নাচ দেখিনি। আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিলো যেন নাচের অনুষ্ঠান দেখতে এসেছি। এমনকি তৃতীয় গোলটির পর তাদের কোচও এই নাচে অংশগ্রহণ করেছিলেন। অনেকে বলতে পারেন যে এটা তাদের সংস্কৃতির অঙ্গ কিন্তু আমার কাছে এটা প্রতিপক্ষকে অপমান করা।”

যদিও তার বক্তব্যে ব্রাজিলিয়ান ফুটবলারদের আচরণে বিন্দুমাত্র পরিবর্তন হবে না এটা সকলেই জানেন। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে এবার মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার। শেষ তিন সাক্ষাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিল জয় পেয়েছে। এইবারও সেই ফলের পুনরাবৃত্তি ঘটানোর আশায় থাকবেন নেইমাররা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর