মিচেল মার্শের পরিবর্তে বিপুল অর্থ খরচ করে এই বিধ্বংসী ওপেনারকে দলে নিল হায়দ্রাবাদ

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পর থেকে শুরু হতে চলেছে আইপিএল 2021 (IPL 2021)। আগামী 9 ই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। এবার আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে চলতি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন মিচেল মার্শ। ইতিমধ্যেই তিনি মেইল করে বিসিসিআইকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জানা গেছে দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন মিচেল মার্শ, তাই আর জৈব সুরক্ষা বলয়ে থাকার মানসিক ক্লান্তি তিনি নিতে চাননি। সেই কারণেই এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন তিনি।

মিচেল মার্শ না খেলায় প্রথমে কিছুটা চিন্তায় পড়ে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কারণ একজন ভাল অলরাউন্ডারের অভাব পূরণ করার জন্য নিচের মার্চকে দলে নিয়েছিল আর হঠাৎ করে মিচেল মার্শ এর সরে দাঁড়ানোয় কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। তবে মিচেল মার্শ এর পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয় কে নিয়েছে হায়দ্রাবাদ।

2017 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে জেসন রয়ের। তারপর থেকে তিনি দিল্লির হয়েই খেলতেন। তবে গত বছর ফিটনেসের অভাব দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন রয়। এই বছর নিলামে রয়কে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি। সেই কারণে তিনি এবার অবিক্রিতই থেকে গিয়েছিলেন। অবশেষে মিচেল মার্শ এর পরিবর্তে দুই কোটি টাকা মূল্যে জেসন রয়কে দলে নিল হায়দ্রাবাদ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর