বিহার, ঝাড়খণ্ডের স্বেচ্ছাসেবীদের সঙ্গে বৈঠক করলেন RSS প্রধান মোহন ভাগবত, নিলেন কাজের হিসেব

বাংলাহান্ট ডেস্কঃ RSS (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত (mohan bhagwat) তাঁর স্বেচ্ছাসেবীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। শনিবারের এই বৈঠকের আলোচ্য বিষয় ছিল, করোনা মহামারিকালে স্বেচ্ছাসেবীরা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছে। কিভাবে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছে।

দুদিনের জন্য বৈঠকের আয়োজন করা হয়
রাজ্যের প্রচার প্রধান রাজেশ কুমার পান্ডে জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে বিহার এবং ঝাড়খণ্ডে স্বেচ্ছাসেবীদের কাজকর্ম নিয়েই বৈঠকের আয়োজন করা হয়েছিল। RSS প্রধান মোহন ভাগবত অল ইন্ডিয়া এক্সিকিউটিভ বোর্ডের দুই দিনের বৈঠকের প্রতিনিধিত্ব করছেন। পাটনা শহরের মিরচ-মিরচি রোডে অবস্থিত কেশব সরস্বতী বিদ্যালয় মন্দিরে এই দুদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। দুদিনের এই বৈঠক রবিবারই শেষ হয়ে যাবে।

kbkbbsbb

কি কি আলোচ্য বিষয়
রাজেশ কুমার পান্ডে জানিয়েছেন, ‘সরসঙ্ঘচালকের সভাপতিত্বে আজকের বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। করোনাকালে স্বেচ্ছাসেবীরা কিভাবে মানুষের সাহায্য করেছে সেটাই ছিল প্রধান আলোচ্য বিষয়। সমাজ কিভাবে নিজেকে এই কাজের সঙ্গে যুক্ত রেখেছে, স্বেচ্ছাসেবীদের প্রতি সমাজের কি প্রতিক্রিয়া ছিল এবং সমাজের প্রতি তাদের কি অবদান ছিল।

মহামারির কারণে বৈঠকের ধরণ বদল করা হয়
রাজেশ কুমার পান্ডে আরও জানিয়েছেন, এবিকেএম-এর একটি সভা হওয়ার কথা ছিল দীপাবলির সময়। কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রয়াগরাজে এই অনুষ্ঠান বাতিল করা হয়। সেই কারণে RSS দল স্থির করে এবিকেএম-এর বৈঠক রাষ্ট্রীয়স্তরে না করে ক্ষেত্র স্তরে করা হোক। মোট ১১ টি ক্ষেত্রে এই বৈঠক করা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর