প্রথম বার কলকাতার পুজো দেখবেন মা, সাজগোজ থেকে খাওয়া দাওয়া সমস্ত প্ল‍্যানিং রেডি রুদ্রজিৎ-প্রমিতার

বাংলাহান্ট ডেস্ক: আগামী সপ্তাহেই মহালয়া। তারপরেই বেজে যাবে পুজোর (Durgapuja) বাদ‍্যি। শেষ মুহূর্তের কেনাকাটা, প্ল‍্যানিং সেরে নিতে ব‍্যস্ত সকলে। সেলিব্রিটিরাও পুজোর কদিনের ছুটিগুলো চুটিয়ে উপভোগ করতে ব‍্যস্ত হয়ে পড়েন। গত বছর পুজোটা তেমন উপভোগ করতে পারেননি টেলিপাড়ার তারকা জুটি রুদ্রজিৎ মুখোপাধ‍্যায় (Rudrajit Mukherjee) এবং প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। তাই এবারের পুজোটা একেবারেই মার যেতে দিতে চান না তাঁরা।

গত বছর পুজোর মাস কয়েক আগে বাবাকে হারিয়েছিলেন রুদ্রজিৎ। তাই গত বছরটা তেমন মন খুলে উপভোগ করতে পারেননি কেউই। বাবার স্মৃতি আনন্দের মাঝেও বারবার মন ভারাক্রান্ত করে তুলছিল। এবারেও বাবার স্মৃতি সঙ্গে নিয়েই পুজোর আনন্দে গা ভাসাতে চলেছেন রুদ্রজিৎ প্রমিতা। উপরন্তু এই প্রথম বার কলকাতার পুজো দেখবেন অভিনেতার মা।

Rudrajit promita

গত বছর পুজোয় রুদ্রজিতের মামার বাড়িতে ছিলেন তাঁর মা। এই প্রথম তিনি পুজোয় কলকাতা থাকবেন। তাই সব মিলিয়ে এ বছরটা খুব স্পেশ‍্যাল রুদ্রজিৎ প্রমিতার কাছে। পুজোর জমাটি প্ল‍্যানিংয়ে ব‍্যস্ত দুজনেই। সংবাদ মাধ‍্যমকে প্রমিতা জানান, পুজোর শপিং, ফটোশুট প্রায় সেরেই ফেলেছেন। এ বছর পুজো বাবা মায়ের সঙ্গে ঠাকুর দেখে আর বাড়িতে আড্ডা মেরে কাটবে।

কদিন ডায়েট ভুলে ভালমন্দ রেঁধে খাওয়ারও প্ল‍্যান রয়েছে বলে জানান প্রমিতা। প্রত‍্যেক বছর অষ্টমীতে বাড়িতেই জমাটি খাওয়া দাওয়ার আসর বসে তাঁদের। ওই কটা দিন লুচি থেকে পিৎজা, মাংস থেকে মিষ্টি কিছুই বাদ দেবেন না। তাই এখন থেকে ডায়েট করছেন দুজন।

পুজোর সাজে অষ্টমীর শাড়ি পাঞ্জাবি বিশেষ গুরুত্ব রাখে। প্রমিতা জানান, রুদ্রজিৎ এমনিতে ক‍্যাজুয়াল সাজ পছন্দ করেন। কিন্তু পুজোর সময়ে শাড়ি পাঞ্জাবিতে সাজবেন দুজন, জানিয়ে রেখেছেন প্রমিতা। অষ্টমী দশমী দুদিনই রঙ মিলিয়ে লাল শাড়ি পাঞ্জাবি পরবেন প্রমিতা রুদ্রজিৎ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর