বাংলার পরিস্থিতি দেখেও মুখে কুলুপ! হাস্যকর কার্টুন এঁকে রাজীব সিনহাকে ‘ষড়যন্ত্রের সেনাপতি’ তকমা রুদ্রনীলের

বাংলাহান্ট ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) নামে সারাদিন ধরে হিংস্র রাজনীতির তাণ্ডব দেখছে বাংলার মানুষ। মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই যে ভয়াবহতার আভাস পাওয়া গিয়েছিল, শনিবার তা যেন দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে। সকাল থেকেই একের পর এক জায়গায় হিংসা, হানাহানির খবর আসছে। বাড়ছে মৃতের সংখ্যা। এমতাবস্থায় নির্বাচন কমিশনার রাজীব সিনহার (Rajib Sinha) নীরবতাকে তীব্র কটাক্ষ শানালেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

পঞ্চায়েত ভোটে রাজ্যের এহেন অবস্থা দেখে শিহরিত আমজনতা। রাজনৈতিক দল নির্বিশেষে রক্ত ঝরছে মানুষের। একাধিক জায়গায় সন্ত্রাসের কারণে স্থগিত রয়েছে ভোটগ্রহণ। প্রাণভয়ে পালাচ্ছে সাধারণ মানুষ। অথচ বাংলার এই অবস্থা দেখেও আশ্চর্যজনক ভাবে উত্তাপহীন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এবার নিজস্ব স্টাইলে তাঁকে বিঁধলেন বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষ।

Rudranil ghosh slammed rajib sinha

রাজীব সিনহার একটি কার্টুন এঁকেছেন রুদ্রনীল। তাঁর মাথার উপরে একটি নীল সাদা হাওয়াই চটি। ছবির নীচে নীল সাদা দিয়ে লেখা ‘খুশী?’ পাশ দিয়ে উঁকি মারছে ঘাসফুল। ছবির ক্যাপশনে ব্যঙ্গাত্মক সুরে রুদ্রনীল লিখেছেন, “ম্যাডাম…পেরেছি? হচ্ছে??????????” ইতি- আদরের রাজীব ( ষড়যন্ত্রের সেনাপতি)’।

ব্যঙ্গ অস্ত্রে বিরোধী দলকে ঘায়েল করার জন্য সুপরিচিত রুদ্রনীল। তাঁর বুদ্ধিদীপ্ত প্যারোডির ভক্ত হয়ে উঠেছে আমজনতাও। রাজনৈতিক থেকে সামাজিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিয়ে হাস্যকর প্যারোডি রচনা করেন তিনি। কখনো কখনো আবার এমন ব্যঙ্গ চিত্র দিয়েও নিশানা করতে দেখা যায় রুদ্রনীলকে।

Rudranil ghosh slammed rajib sinha

শনিবার পঞ্চায়েত ভোটের আবহে উত্তপ্ত পরিস্থিতি রাজ্য জুড়ে। জেলায় জেলায় বোমাবাজি, সন্ত্রাসের অভিযোগ উঠছে। এখনো পর্যন্ত প্রাণ গিয়েছে প্রায় ৩২ জনের। দীর্ঘক্ষণ মুখে কুলুপ এঁটে রাখার পর রাজীব সিনহা জানান, কথা ছিল প্রায় ৬০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী হাজির থাকার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়নি। সময় মতো সমস্ত কেন্দ্রীয় বাহিনী এসে না পৌঁছানোয় মাত্র ১৫ হাজার বুথেই বাহিনী মোতায়েন করা সম্ভব হয়েছিল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর